Thursday, May 25, 2017

11th BCS

Q. কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে ?
Ans. নিমরাজি
Q. Choose the correct sentence –
Ans. The rich are not always happy
Q. Choose the correct sentence –
Ans. He was hanged for murder
Q. He has assured me_______safety ?
Ans. of

Read More »

Monday, May 15, 2017

10th BCS

Q. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় –
Ans. ১৬ ডিসেম্বর ১৯৭২
Q. ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায় ?
Ans. হামিদুজ্জামান খান
Q. কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে ?
Ans. নিমরাজি

Read More »

Friday, May 5, 2017

১০০ টি সাম্প্রতিক MCQ (পর্ব ২)

51. আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় কে?
(A) অশ্বিন
(B) তাসকিন আহমেদ
(C) এলিস মুনরো
(D) মোস্তাফিজুর রহমান। (A)
52. দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?।
(A) ১৫ ডিসেম্বর
(B) ১৭ডিসেম্বর
(C) ১৯ডিসেম্বর
(D) ২৮ ডিসেম্বর (A)
53. আপটা (AFTA) কি?
(A) এরাবিক প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আপটা)
(B) এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া (আপটা) (A)
(C) আটলান্টিক প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আপটা)
(D) আফ্রিকান প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আপটা)
Hints:
AFTA=ASEAN Free Trade Area

54. আপটায় নতুন দেশ হিসেবে যুক্ত হচ্ছে?
(A) চীন
(B) ভারত
(C) মঙ্গোলিয়া (A)
(D) আফগানিস্তান
55. দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র?
(A) নাফ
(B) হালদা (A)
(C) মেঘনা
(D) পদ্মা
56. সৈয়দ শামসুল হকের সর্বশেষ গল্পগ্রন্থ?
(A) শীত বিকেল
(B) রক্তগোলাপ
(C) আনন্দের মৃত্যু
(D) জন্মান্ধ রমজান। (A)
57. আইএমএফের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বাংলাদেশ হবে?
(A) ৪০তম বৃহৎ অর্থনীতি
(B) ৪৩তম বৃহৎ অর্থনীতি।
(C) ৪৪ তম বৃহৎ অর্থনীতি।
(D) ৪৫তম বৃহৎ অর্থনীতি। (A)
58. বাংলাদেশের সবচেয়ে খরুচে প্রকল্প?
(A) রামপাল বিদ্যুৎ প্রকল্প।
(B) ভেড়ামারা বিদ্যুৎ প্রকল্প।
(C) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। (A)
(D) পদ্মা সেতু
59. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিতে ঋণ দেবে?
(A) ভারত
(B) রাশিয়া (A)
(C) চীন
(D) জাপান
60. সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট?
(A) ভ্লাদিমির পুতিন
(B) মিখাইল গর্বাভেচ (A)
(C) লেনিন
(D) মুসোলিনি
61. সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট?
(A) ভ্লাদিমির পুতিন
(B) মিখাইল গর্বাভেচ (A)
(C) লেনিন
(D) মুসোলিনি
62. দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়-
(A) ২৮ ডিসেম্বর, ২০১৬ (A)
(B) ২৮ ডিসেম্বর, ২০০৯
(C) ২৮ ডিসেম্বর, ২০১১
(D) ২৮ ডিসেম্বর, ১৯৭২
63. ২০১৬ সালের ব্যালন ডি'অর জিতেছেন কে?
(A) লিওনেল মেসি
(B) ক্রিস্টিয়ানো রোনালদো (A)
(C) গ্রিজম্যান
(D) নেইমার
Hints:
২০০৮, ২০১৩ ও ২০১৪ সালে "ব্যালন ডি’অর" জয়ের পর ২০১৬ চতুর্থবারের মতো ফিফার বর্ষসেরা পুরস্কার "ব্যালন ডি’অর" জিতেছেন রিয়াল মাদ্রিদ ক্লাবের ক্রিস্টিয়ানো রোনালদো। বার্সেলোনা ক্লাবের লিওনেল মেসি "ব্যালন ডি’অর" জিতেছেন ৫ বার।

64. টাইম ম্যাগাজিন ২০১৬ সালের ‘পারসন অব দ্য ইয়ার’-
(A) হিলারি ক্লিনটন
(B) ডোনাল্ড ট্রাম্প (A)
(C) নরেন্দ্র মোদি
(D) ভ্লাদিমির পুতিন
Hints:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পকে ২০১৬ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে বেছে নিয়েছে টাইম ম্যাগাজিন। টাইমের খেতাব জয়ের দৌড়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হারিয়েছেন।

65. তিনজনের ডিএনএ থেকে শিশুর জন্ম দিয়েছেন কোন দেশের বিজ্ঞানীরা?
(A) যুক্তরাষ্ট্র (A)
(B) যুক্তরাজ্য
(C) কানাডা
(D) মেক্সিকো
66. সার্কের রীতি অনুসারে জোটভুক্ত কয়টি দেশ অংশ নিতে অপারগ হলে সম্মেলন হতে পারে না?
(A) সংখ্যাগরিষ্ঠ
(B) সংখ্যালঘিষ্ঠ
(C) একটি (A)
(D) সবকটি সদস্য
67. আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে কয়জন বোলার একই ভেন্যুতে ১০০টি ওডিআই উইকেট নিয়েছেন?
(A) ১ জন
(B) ২ জন
(C) ৩ জন (A)
(D) ৪ জন
68. বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান?
(A) ১০৫তম
(B) ১০৬তম (A)
(C) ১১০তম
(D) ১১১তম
69. শিমন পেরেজ কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
(A) সুইডেন
(B) ইসরায়েল (A)
(C) অস্ট্রিয়া
(D) ইউক্রেন
70. প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন কবে?
(A) ২৭ সেপ্টেম্বর
(B) ২৮ সেপ্টেম্বর (A)
(C) ২৯ সেপ্টেম্বর
(D) ৩০ সেপ্টেম্বর
71. সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক কবে মারা যান?
(A) ২৭ সেপ্টেম্বর
(B) ২৮ সেপ্টেম্বর (A)
(C) ২৯ সেপ্টেম্বর
(D) ২৬ সেপ্টেম্বর
72. তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী কে?
(A) মাশরাফি
(B) সাকিব (A)
(C) রাজ্জাক
(D) ক ও খ
73. বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপের নির্মাতা কোন দেশ?
(A) যুক্তরাষ্ট্র
(B) যুক্তরাজ্য
(C) চীন (A)
(D) সুইজারল্যান্ড
74. অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০১৬ এ বাংলাদেশের অবস্থান?
(A) ১২১তম (A)
(B) ১২২তম
(C) ১৪০তম
(D) ১৪১ তম
Hints:
শীর্ষেঃ হংকং
খারাপ দেশঃ ভেনিজুয়েলা
অধিকার সুচকে ১৩৩ তম
75. আন্তর্জাতিক শান্তি দিবস কবে?
(A) ২০ সেপ্টেম্বর
(B) ২১ সেপ্টেম্বর (A)
(C) ২২ সেপ্টেম্বর
(D) ২৩ সেপ্টেম্বর
76. প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পুরস্কার দেয়া হয় কেন?
(A) নারীর ক্ষতায়নের জন্য (A)
(B) শান্তির জন্য
(C) বৈশ্বিক উষ্ণতা রোধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য
(D) কোনটি নয়
77. মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দেশের সাবেক প্রেসিডেন্টকে সম্প্রতি বিশেষ সম্মাননা দেয়া হয়?
(A) মালয়েশিয়ার
(B) ভুটানের
(C) ভারতের
(D) কানাডার (A)
78. ‘আলাপন’ কি? (A)
(A) সরকারি কর্মকর্তাদের অ্যাপ
(B) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অ্যাপ
(C) স্বাস্থ্যকর্মীদের অ্যাপ
(D) কোনটি নয়
79. সম্প্রতি কোন দেশ টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড করে?
(A) শ্রীলঙ্কা
(B) ওয়েস্ট ইন্ডিজ
(C) অস্ট্রেলিয়া (A)
(D) সাউথ আফ্রিকা
80. অজ্ঞাতনামা চলচ্চিত্রটির পরিচালক কে?
(A) তৌকীর আহমেদ (A)
(B) তানভীর মোকাম্মেল
(C) ফরিদুর রেজা সাগর
(D) জাহিদ হাসান
81. ইসমাইল কারিমভ কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
(A) বসনিয়া
(B) উজবেকিস্তান (A)
(C) তাজিকিস্তান
(D) তুরস্ক
82. জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
(A) কানাডা
(B) চীন (A)
(C) যুক্তরাজ্য
(D) কোনটি নয়
83. জাতিসংঘ ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান?
(A) ১২৪তম (A)
(B) ১২৫তম
(C) ১২৬তম
(D) ১২৭তম
84. সীমান্ত ব্যাংক বাংলাদেশের কততম তফসিলি ব্যাংক?
(A) ৫৫তম
(B) ৫৬তম
(C) ৫৭তম (A)
(D) ৫৪তম
85. বাংলাদেশ এ পর্যন্ত কয়টি টেস্ট জিতেছে?
(A) ৫টি
(B) ৬টি
(C) ৭টি
(D) ৮টি (A)
86. গত অর্থবছরে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে শীর্ষে কোন দেশ?
(A) যুক্তরাজ্য
(B) যুক্তরাষ্ট্র (A)
(C) হংকং
(D) চীন
87. বাল্টিক দেশ কয়টি?
(A) ৪টি
(B) ২টি
(C) ৩টি (A)
(D) ৫টি
88. গ্র্যানোলা কিসের নাম?
(A) ধানের জাতের নাম
(B) গমের জাতের নাম
(C) ভুট্টার জাতের নাম
(D) আলুর জাতের নাম (A)
89. ত্রিপুরার আমাবাসা থেকে কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ এনে ঢাকায় সমাহিত করা হয়?
(A) বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের
(B) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের (A)
(C) বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরের
(D) বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের
90. ২০১৬ সালের ম্যানবুকার পুরস্কার জিতেছেন কে?
(A) হিলারি ম্যান্টেল
(B) পল বিটি (A)
(C) হাওয়ার্ড জ্যাকবসন
(D) মারলন জেমস
91. বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কত?
(A) ৪৮৮ টি
(B) ৪৮৯ টি
(C) ৪৯০ টি
(D) ৪৯১ টি (A)
92. বাংলাদেশের মাথাপিছু আয় বর্তমানে কত?
(A) ১৪৬৬ ডলার
(B) ১৪৬৫ ডলার (A)
(C) ১৩৬৫ ডলার
(D) ১৩৬৬ ডলার
93. ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হার কত?
(A) ৭.০১%
(B) ৭.১১% (A)
(C) ৭.০২%
(D) ৭.১২%
94. ২০১৮ বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম কি?
(A) ব্রাজুকা
(B) জাবুলানি
(C) জাবিভকা (A)
(D) কোনটি না
95. জাঙ্গল ক্যাম্প শরণার্থী শিবিরটি কোন দেশে অবস্থিত?
(A) গ্রিস
(B) জার্মানি
(C) ফ্রান্স (A)
(D) যুক্তরাজ্য
96. পাটপণ্যে বাংলাদেশের দ্বিতীয় প্রধান বাজার কোনটি?
(A) যুক্তরাজ্য
(B) যুক্তরাষ্ট্র
(C) জার্মানি
(D) ভারত (A)
97. আইপিইউ’র বর্তমান সদস্য সংখ্যা কত?
(A) ‌১৫০
(B) ১৬০
(C) ১৭০ (A)
(D) ১৮০
98. ফাস্তাকিম গ্রুপ কোন দেশের বিদ্রোহী সংগঠন?
(A) ইরাক
(B) পাকিস্তান
(C) ইরান
(D) সিরিয়া (A)
99. জাতিসংঘ দিবস কবে?
(A) ২১ অক্টোবর
(B) ২২ অক্টোবর
(C) ২৩ অক্টোবর
(D) ২৪ অক্টোবর  (A)
100. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কত জন মানুষ বাস করে?
(A) ৭৫০ জন
(B) ৯০০ জন
(C) ১০০০ জন
(D) ১২০০ জন (A)




Read More »