Tuesday, September 26, 2017

English Literature শর্টকাট

English Literature এর উপর আমি খুব বেশি জোর দেয়ার পক্ষপাতী না।কারণ এটা লিখিত বা অন্য কোথাও কাজে দিবে না।এছাড়া পিএসসিও চাবে না কেউ Literature অনেক অনেক মুখস্ত করে ইংলিশ এ পার পেয়ে যাক।আমার মনে হয়, সর্বোচ্চ ৭০% কমন থাকতে পারে। PSC এখন vocabulary, বিশেষত communicative English এর উপর বেশি জোর দিচ্ছে। ৩৫, ৩৬ তম বিসিএস এর প্রিলি ও লিখিত সেটার ইঙ্গিত দেয়।

=======================
★ Age/Years :
=======================
Victorian : 1832-1901
Anglo Saxon : 450-1066
Elizabethan : 1558-1603
Renaissance : 1500-1660
Romantic age : 1798-1830
Romantic : 1798-1832
Modern : 1901-1939
Post Modern : 1939
Shakespeare: Elizabeth age (1564-1616)
Churchill got Nobel: 1953
Novel award introduced in Literature: 1901
TS Eliot born : 1888

=======================
★ Age/Period
=======================
Golden age: Elizabeth I age
Mid English Period: 1066-1500
Modern Poet: TS Eliot
Oldest Period: Anglo Saxon
Romantic Age Poet: J Keats, Wordsworth
Romantic Period: 1798-1830
Shakespeare lived: Elizabeth Reign
Victorian age Poet: Robert Browning
Victorian period: 19th century

=======================
★ Types
=======================
Shakespeare : Plays/Drama
Bertrand Russel : Philosopher(UK)
Charles Dickens : Novelist
Goethe (Poet) : Germany
O Henry famous : Short history
Same period belong : ST Colidge + Wordworth
Epic Poet :John Milton, Lord Tennyson
William Hazlitit : Essayist
Francis Bacon : Essayist
Lucy Poem : Wordsworth
Charles Lamb : Essayist
Lyciday : J Milton
George Barnard Shaw : Play Writer

=======================
★ English Literary Terms:
=======================
A Fantasy: Imaginary Story
Achilles: Greek Fighter
Ballad: Short narrative poem
Catastrophe: The tragic end of dramatic events
Lexicographer: Dictionary Writers
Limerick: Short form of light verse
Melodrama: Play: Violent & Sensational themes
Novel: Latin word
Ode – a lyric poem, often in the form of an address.
Opera – a musical drama.
Parody – imitation of a poem or a writing.
Penny dreadful – blood and thunder tales.
Plagiarism – act of stealing from the writing of others.
Protagonist – the leading character in a play / novel.
Rhetoric – the art of persuasive impressive speaking / writing.
Rhyme – short poem in same sound.
Satire – The literary art that uses honour and wit to attack and expose human folly and weakness.
Sonnet – a poem of fourteen lines.
Thrillers – sensational stories
Renaissance: The revival of life
Romantic Poetry feature: Subjectivity
Romanticism: Love & Beauty
To Daffodils: Short lived human life



=======================
★ Books & writers Name
=======================
A Brief History of Time-Stephen Hawking
A Farewell to Arms-Earnest Hemingway
A Long Walk to Freedom-Nelson Mandela
A Midsummer’s Nights Dream-William Shakespeare
A pair of Blue Eyes-Thomas Hardy
A Passage to India-E. M. Forster
Adonis-P. B Shelly
Akbar Nama-Abul Fazal
All’s Well that Ends Well-William Shakespeare
Andrea Del Sarto (Poem)-Browning
Animal Farm-George Orwell
Anna Karenina-Leo Tolstoy
Around the World in Eighty Days→ Jules Verne
As You Like it-William Shakespeare
Asian Drama-Gunner Myrdal
Blue Bird-Lord Alfred Tennyson
Caesar and Cleopatra-George Bernard Shaw
Canterbury Tales-Geoffrey Chaucer
Cesar and Cleopatra (Play)-G.B Shaw
Comedy of errors-Shakespeare
Crime and Punishment-Dostoevsky
Das Capital-Karl Mark
David Copperfield-Charles Dickens
Dialogues-Plato
Dictionary-Samuel Johnson
Discovery of India-Johor Lal Nehru
Divine Comedy-Dante
Don Juan-Lord Byron
Dr. Faustus-Christopher Marlowe
Emma-Jane Austen
For Whom the Bell Tolls-Earnest Hemingway
Freedom-Bertrand Russell
Friends not Masters- Gen Ayub Khan
God of the Small Things-Arundhuty Roy
Great Expectations-Charles Dickens
Gulliver’s Travels-Jonathan Swift
Hamlet- Shakespeare
Hamlet-William Shakespeare
Heaven and Earth-Lord Byron
If Winter comes (Poem)- Shelley
Iliad-Homer
In Memoriam-Lord Alfred Tennyson
India Wins Freedom-Abul Kalam Azad
Isabella-John Keats
Julias Caesar (Tragedy)- Shakespeare
Jungle Book-Rudyard Kipling
King Lear- Shakespeare (tragedy)
Kubla Khan- ST Coleridge
Leaves of Grass- Walt Whitman
Lycidas-John Milton
Macbeth-William Shakespeare
Main Kemp-Ad loaf Hitler
Man and Superman-George Bernard Shaw
Marriage and Moral-Bertrand Russell
Measure and Measure-William Shakespeare
Memories of the Second World War-Winston Churchill
Merchant of Venice (Comedy)- Shakespeare
Mother-Maxim Gorky
Ode to the West Wind-P.B Shelly
Odyssey-Homer
Of human bondage- Somerset Maugham
Oliver Twist-Charles Dickens
Origin of Species-Charles Darwin
Othello-William Shakespeare
Paradise Lost- J. Milton
Paradise Regained- Milton
Passage to India-E.M Forster
Pilgrim’s Progress-John Bunyan
Politics-Aristotle
Prelude-William Wordsworth
Pride and Prejudice- John Austin
Prince-Machiavelli
Rape of the Lock-Alexander Pope
Republic-Plato
Robinson Crusoe-Daniel Defoe
Romeo and Juliet-William Shakespeare
Roots-Alex Haley
Samson Agonists-John Milton Das
Scholar Gipsy-Matthew Arnold
Sense and Sensibility-Jane Austen
Seven Seas-Rudyard Kipling
Silent Women-Ben Jonson
Solitary Reaper- William Wordsworth
Songs of innocence- William Blake
Sons and Lovers, The Rainbow-D.H Lawrence
Tempest-William Shakespeare
Tess of the D’Urbervilles-Thomas Hardy
The 2nd world- Winston Churchill
The Alchemist-Ben Jonson
The diamond necklace (Short story)- Maupassant
The God of Small things- Arundhuti Roy
The Good Earth- Pearl S Buch (USA)
The Iliad- Homer
The Merchant of Venice-William Shakespeare
The new testament- John Wycliffe
The Old Man and The Sea-Earnest Hemingway
The picture of Dorain Gray- Oscar Wild
The Rainbow (Novel)- Lawrence
The Rape of the Lock-Alexander Pope
The Return of the Native-Thomas Hardy
The Rime of the Ancient Mariner-Samuel Taylor Coleridge
Animal Farm-George Orwell
The sacred flame- William Somerset Mengham
The Tale of Two Cities-Charles Dickens
The Taming of shrew- Shakespeare
The Time Machine- H.G Wells
The Waste Land (Poem)- TS Eliot
The Way of the World-William Congreve
Things Fall Apart-Chinua Achebe
Time Machine-H. W Wells
To Skylark-P. B Shelly
Tom Jones-Henry Fielding
Top Secret-Henry Fielding
Try and Try Again-W.E Hick son
Twelfth Night-William Shakespeare
Ulysses (Novel)- Jmaes Joyces
Utopia-Sir Thomas Moore
Vanity Fair-W.M Thackeray
Volpone-Ben Jonson
Voyage of Lilliput-Jonathon Swift
Waiting For Goddot-Samuel Becket
War and Peace-Leo Tolstoy
Wealth and Nation-Adam Smith
West Land-T.S Eliot
Wuthering Heights-Emile Bronte

=======================
Character
=======================
Adam – Paradise Lost – J Milton (Epic)
Alice – Lewis Carrol
Ancient Mariner – ST Colridge.
Cleopatra – Othello (Tragedy) – Shakespeare
Hctor – Illiard (Epic) – Homer
Ivanhoc – Ivanhoe – Walter Scott
James Bond – Ian Fleming
Jeeves – Woodhouse
Kim – Kipling
Machbeth – Machbeth (Tragedy) – Shakespeare
Micawber – David Coperfield – Charles Dickens
Oliver Twist – Oliver Twist – Charles Dickens
Sherlock Homes – Conan Doyle (Novel)s
Shylock – The Merchant of Venice (Comedy ) – Shakespeare
.
.
=======================
★ Quotations:
=======================
A thing of beauty is joy forever =Jonh Keats = Endymion
Beauty is truth-=Jonh Keats=Ode on a greacion keats
Behold her…single in the field=W. Wordsworth
Blow blow the winter wind=W shakespeare
Come live with me and be my love=Christopher marlow
Cowards die many time before their death = Shakespeare=Julias Caesar
England expects every man to do his duty=Nelson
Give me a good mother, I will give u a good nation=Nepoleon
Good face is the best letter of recommendation=Queen Elizabeth
He prayeth best who loveth best=ST Colridge =The Anci Marine
If winter comes can spring befar behind=PB Shelley=Ode to the west wind
If winter comes=PB Shelley=Ode to west wind
Justice delayed is justice denied=Gladstone
Oh lift me as a wave a leaf a cloud I blees=PB S.Shelley=Ode to the wesr wind
Our sweetest songs are those that tell of a saddesr thought=
Some book are to be tasted=Princess Bacon=of study
There are more thing in heaven and earth=Shakespaere=Hamlet ar charater
There is a divinity that shapes our ends= shakespeare=hamlet
To be or not to be that is the question= shakespeare=Hamlet
To err is human to forgive is divine=Alexander Pope
We look before and after=PB Shelley

=======================
★ কে কোন যুগের সাহিত্যিক? (শর্টকাট)
=======================
.
# Romantic Period:
“Australia ও Scotland এর Blake Keats রা Shelley কে Wordsworth বলে Call করে”।
.
বিস্তারিত :
Australia= Austen
Scotland = Walter Scott
Blake = William Blake
Keats = John Keats
Shelley = P.B Shelley
Wordsworth = William Wordsworth
Call = ST Coleridge
.
# Modern Period:
“Lawrence এর Maugham Forster বলে, Yes (Yeats), Hemingway Well keeping করে।”
.


বিস্তারিত :
Lawrence = D.H Lawrence
Maugham = Somerset Maugham
Forster = E.M Forster
Yes (Yeats) = W. B. Yeats
Hemingway = Earnest Hemingway
keeping = Rudyard Kipling
.
# Renaissance Period:
Henry Wife (Wyatt) Moore Swovy ডাকে।
.
বিস্তারিত :
Henry = O Henry
Wife (Wyatt)
It’s interesting !
1789 : French Revolution
1798 : Romantic period of English Literature started
1879 : Birth of Edward Forster
1888 : Birth of T.S Eliot

Read More »

Wednesday, September 13, 2017

সংবিধান মনে রাখার শর্টকাট টেকনিক

☼ অগ্রাধিকার ভিত্তিতে আপনার করনীয়ঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
১। প্রথমেই সংবিধান প্রনয়ন সংক্রান্ত বেশ কিছু তথ্য মনে রাখুন যেমন-কবে সংবিধান প্রনয়ন কমিটি গঠন করা হয়, কতজন সদস্য ছিলেন, একমাত্র মহিলা সদস্যের নাম, তখনকার আইনমন্ত্রী এবং সংবিধান প্রনয়ন কমিটির সভাপতি, কতটি মীটিং করেছিলেন তারা, কতদিন লেগেছিল সংবিধান প্রনয়ন করতে, কবে এটি কার্যকর হয়, কে এতে সাক্ষর করেন নি ইত্যাদি। এই তথ্য গুলো আপনি রচনামূলক বিভিন্ন প্রশ্নের উত্তরে ব্যবহার করতে পারবেন।

২। এরপর জেনে নিন সংবিধানের ভাগ গুলো এবং এই ভাগের মধ্যকার অনুচ্ছেদ গুলো। যেমন-
প্রথম ভাগ- প্রজাতন্ত্র (অনুচ্ছেদ- ১ থেকে ৭)
দ্বিতীয় ভাগ- রাষ্ট্র পরিচালনার মূলনীতি (অনুচ্ছেদ- ৮ থেকে ২৫)

এইভাবে আপনি ১১টি ভাগের অনুচ্ছেদগুলো মনে রাখুন। এই তথ্য গুলো আপনাকে অনেক সাহায্য করবে। কোন কারনে যদি ভুলে যান, সংবিধানের কোন অনুচ্ছেদ এ কি আছে তখন কমপক্ষে ধারনা করতে পারবেন কোন ভাগে এটি পড়েছে।

৩। এরপর প্রত্যেক অনুচ্ছেদ এর শিরোনাম গুলো মুখস্ত করুন।

৪। এরপর অনুচ্ছেদ গুলো ভালভাবে পড়ুন। বার বার পড়ুন। কোন বন্ধুর সাথে আলাপ করুন “বলতো আইনের দৃষ্টিতে সমতা এটি কোন অনুচ্ছেদ এ আছে?” প্রথম বার না পারলেও সমস্যা নেই। আস্তে আস্তে দেখবেন আপনি ঠিকই বলতে পারছেন।

৫। নিজে নিজে একাকী মনে করার চেষ্টা করুন কোন অনুচ্ছেদ এ কি আছে। ভুলে গেলে ভাববেন না সব শেষ। বরং চিন্তা করবেন আরো ভালো ভাবে পড়তে হবে!! সব সময় হাতের কাছে পকেট এডিশনের সংবিধান সাথে রাখুন। গল্পের বই (!!!!!!) মনে করে পড়ুন।।

কী পড়তে হবে- এই বিষয়ে অনেক কিছু বললাম। এই বার আসি মূল আলোচনায়।

আমি হুবহু মুখস্ত করার জন্য প্রথমেই বলব প্রস্তাবনাটাকে। কারন এই প্রস্তাবনা অনেক বার সংশোধিত হয়েছে। আবার, সংবিধান নিয়ে প্রশ্ন আসলে চেষ্টা করবেন ভূমিকা হিসেবে কোটেশন আকারে এটি ব্যবহার করতে। যেহেতু মুখস্ত করেছেন সেহেতু কোটেশন হিসেবে দেয়ার সময় অবশ্যই নীল রঙের কালি ব্যবহার করবেন। পরীক্ষক কে বুঝান যে সংবিধান টা আপনি পড়েছেন বেশ ভালো (!!!) করে।

☼ তো চলুন মুখস্ত করে ফেলি-
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
“আমরা, বাংলাদেশের জনগন, ১৯৭১ খ্রীস্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষনা করিয়া জাতীয় মুক্তির (স্বাধীনতা) জন্য ঐতিহাসিক সংগ্রামের (যুদ্ধের) মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি”
[আগ্রহী পাঠকগন হয়ত খেয়াল করবেন আমি বন্ধনীর মধ্যে ২টি শব্দ ব্যবহার করেছি। কারন সংবিধান সংশোধন করে এই শব্দ গুলো একবার যোগ হয়েছে ও একবার প্রতিস্থাপিত হয়েছে]

☼ আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগনকে জাতীয় মুক্তিসংগ্রামের (স্বাধীনতার) জন্য যুদ্ধে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রানোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল সর্বশক্তিমান আল্লাহের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক সুবিচারের সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে। [আমার কাছে এই মুহূর্তে ১৫তম সংশোধনীর পরের সংবিধান টা নাই বলে আগ্রহী পাঠকরা সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুসারে এটা ঠিক করে নিবেন। এই রকম হবার কথা- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা-সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে।]

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
সংবিধানের ১১টি ভাগ মনে রাখার উপায়ঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
☼ প্র রা মৌ নি আ বি নি ম বাং জ সং বি

আসুন, মিলিয়ে নেই-
১। প্র- প্রজাতন্ত্র
২। রা-রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৩। মৌ- মৌলিক অধিকার
৪। নি- নির্বাহী বিভাগ
৫। আ- আইন সভা
৬। বি- বিচার বিভাগ
৭। নি- নির্বাচন
৮। ম- মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯। বাং- বাংলাদেশের কর্মবিভাগ
৯ক। জ- জরুরী বিধানাবলী
১০। সং-সংবিধান সংশোধন
১১। বি- বিবিধ

চলুন, এইবার আলাদা ভাবে অনুচ্ছেদ গুলোর দিকে দৃষ্টি দেই।

☼ অনুচ্ছেদ ১-১২
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ১-১২ মোটামুটি এমনি মনে থাকে। এই অনুচ্ছেদ গুলোর মধ্যে গুরুত্তপূর্ন অনুচ্ছেদ গুলো হল-
২- প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
২ক- রাষ্ট্রধর্ম ( মনে রাখবেন কোন সংশোধনীর মাধ্যমে এটি হয়েছে)
৪ক- প্রতিকৃতি (১৫ তম সংশোধনীতে পরিবর্তন হয়েছে এখানে)
৬- নাগরিকত্ব
৭- সংবিধানের প্রাধান্য
৮- মূলনীতিসমূহ ( সংবিধান সংশোধন হয়েছে এইখানে)
৯- স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন ( সংবিধান সংশোধন হয়েছে এইখানে)
১০- জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহন
১১- গনতন্ত্র
১২- ধর্মনিরপেক্ষতা ( সংবিধান সংশোধন হয়েছে এইখানে)



☼ অনুচ্ছেদ ১৩-২৫
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ১৩ থেকে অনুচ্ছেদ ২৫ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।

☼ মালি কৃষককে মৌ গ্রামে নিয়ে গিয়ে অবৈতনিক জনস্বাস্থ্যের জন্য সুযোগের সমতা সৃষ্টি করে। এতে অধিকার ও কর্তব্য রূপে নাগরিকরা নির্বাহী বিভাগ থেকে জাতীয় সংস্কৃতি ও জাতীয় স্মৃতি নিদর্শনের জন্য আন্তর্জাতিক শান্তির অংশীদার হলেন।

চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
১৩-মালি- মালিকানার নীতি
১৪-কৃষক- কৃষক ও শ্রমিকের মুক্তি
১৫- মৌ- মৌলিক প্রয়োজনের ব্যবস্থা
১৬- গ্রাম- গ্রামীন উন্নয়ন ও কৃষি বিপ্লব
১৭- অবৈতনিক- অবৈতনিক ও বাধ্যতা মূলক শিক্ষা
১৮। জনস্বাস্থ্য- জনস্বাস্থ্য ও নৈতিকতা
১৯। সুযোগের সমতা- সুযোগের সমতা
২০- অধিকার ও কর্তব্য রূপে- অধিকার ও কর্তব্য রূপে কর্ম
২১- নাগরিক- নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য
২২- নির্বাহী বিভাগ থেকে- নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরন
২৩- জাতীয় সংস্কৃতি- জাতীয় সংস্কৃতি
২৪- জাতীয় স্মৃতি নিদর্শন -জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি
২৫-আন্তর্জাতিক শান্তি- আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন
এইখানে একটি কথা বলতেই হবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি গুলো সংবিধানের আলোকে আলোচনা করুন অনেকেই শুধু অনুচ্ছেদ-৮ এর “মূলনীতি সমূহ” দিয়ে আসে। মনে রাখতে হবে দ্বিতীয় ভাগে বর্নিত অনুচ্ছেদ- ৮ থেকে অনুচ্ছেদ-২৫ সব –ই রাষ্ট্র পরিচালনার মূলনীতি। অনুচ্ছেদ ৮ এ বর্নিত “মূলনীতি সমূহ” আসলে সংবিধানের মূলনীতি যা প্রস্তাবনায় বলা আছে। আরেকটি কথা এখানে বলব ঝেহেতু এই প্রশ্নটির উত্তর অনেক বড় হবে সেহেতু, আপনি অনুচ্ছেদ ৮ এ বর্নিত মূলনীতি সমূহ একটু বেশী আলোচনা করে অন্য অনুচ্ছেদ গুলো শুধু নাম লিখে ১ /২ লাইনের মধ্যে লেখা শেষ করবেন। সময়ের দিকে খেয়াল রাখতে হবে। একটি ভালো পারেন দেখে শুধু সেই প্রশ্নের উত্তর অনেক বড় করে দিবেন, সেটা করলে দেখবেন আপনি সব প্রশ্নের উত্তর দেয়ার মতো পর্যাপ্ত সময় পাচ্ছেন না। আর যাদের হাতের লেখা একটু স্লো, তাদের তো এটা আরো ভাল করে মনে রাখতে হবে।

☼ অনুচ্ছেদ- ২৬ থেকে ৩১
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ২৬ থেকে অনুচ্ছেদ ৩১ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।

☼ মৌলিক অধিকার আইনের দৃষ্টিতে ধর্ম , সরকারী নিয়োগ ও বিদেশী খেতাব গ্রহনে সকলের আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে

চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
২৬-মৌলিক অধিকার- মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল
২৭-আইনের দৃষ্টিতে – আইনের দৃষ্টিতে সমতা
২৮- ধর্ম- ধর্ম প্রভৃতি কারনে বৈষম্য
২৯- সরকারী নিয়োগ- সরকারী নিয়োগ লাভে সুযোগের সমতা
৩০- বিদেশী খেতাব গ্রহনে- বিদেশী খেতাব প্রভৃতি গ্রহন নিষিদ্ধকরন
৩১। আইনের আশ্রয় লাভের অধিকার – আইনের আশ্রয় লাভের অধিকার

☼ অনুচ্ছেদ- ৩২ থেকে ৩৫
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

অনুচ্ছেদ ৩২ থেকে অনুচ্ছেদ ৩৫ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।

☼ জীবনে ১বার গ্রেপ্তার হলে জবরদস্তি বিচার হয়

চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৩২-জীবনে- জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ
৩৩-গ্রেপ্তার – গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ
৩৪- জবরদস্তি- জবরদস্তি শ্রম নিষিদ্ধকরন
৩৫- বিচার- বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ
৩০- বিদেশী খেতাব গ্রহনে- বিদেশী খেতাব প্রভৃতি গ্রহন নিষিদ্ধকরন
৩১। আইনের আশ্রয় লাভের অধিকার – আইনের আশ্রয় লাভের অধিকার

☼ অনুচ্ছেদ- ৩৬ থেকে ৩৯
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনুচ্ছেদ ৩৬ থেকে অনুচ্ছেদ ৩৯ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।

☼ চসমা সংবা(দ)ক

চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৩৬-চ-চলাফেরার স্বাধীনতা
৩৭-সমা – সমাবেশের স্বাধীনতা
৩৮- সং- সংগঠনের স্বাদহীনটা
৩৯- বাদ(ক)- চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা

☼ অনুচ্ছেদ- ৪০ থেকে ৪৩
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

অনুচ্ছেদ ৪০ থেকে অনুচ্ছেদ ৪৩ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।

☼ পেধসগৃ

চলুন দেখি ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৪০-পে-পেশা বা বৃত্তির স্বাধীনতা
৪১-ধ – ধর্মীয় স্বাধীনতা
৪২- স- সম্পত্তির অধিকার
৪৩- গৃ- গৃহ ও যোগাযোগের রক্ষণ

☼ অনুচ্ছেদ- ৪৮ থেকে ৫৪
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

অনুচ্ছেদ ৪৮ থেকে অনুচ্ছেদ ৫৪ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।

☼ রাষ্ট্রপতি তার ক্ষমার মেয়াদে দায়মুক্তি পেতে অভিসংশন ও অপসারনের ক্ষমতা স্পীকার কে দিলেন।

চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৪৮-রাষ্ট্রপতি -রাষ্ট্রপতি
৪৯-ক্ষমার –ক্ষমা প্রদর্শনের অধিকার
৫০- মেয়াদে- রাষ্ট্রপতি পদের মেয়াদ
৫১- দায়মুক্তি- রাষ্ট্রপতির দায়মুক্তি
৫২-অভিসংশন –রাষ্ট্রপতির অভিসংশন
৫৩-অপসারনের – অসামর্থ্যের কারনে রাষ্ট্রপতির অপসারন
৫৪- স্পীকার- অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি পদে স্পীকার

☼ অনুচ্ছেদ- ৫৫ থেকে ৫৮
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

অনুচ্ছেদ ৫৫ থেকে অনুচ্ছেদ ৫৮ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।

☼ মন্ত্রিসভায় মন্ত্রিগণ প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ ঠিক করেন।

চলুন দেখি ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-

৫৫-মন্ত্রিসভায়- মন্ত্রিসভা
৫৬-মন্ত্রিগণ- মন্ত্রিগণ
৫৭- প্রধানমন্ত্রী- প্রধানমন্ত্রী পদের মেয়াদ
৫৮-অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ- অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ



☼ অনুচ্ছেদ- ৬৫ থেকে ৭৯
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

অনুচ্ছেদ ৬৫ থেকে অনুচ্ছেদ ৭৯ পর্যন্ত মনে রাখতে আমি এই ছন্দটা মনে রাখতাম।

☼ সংসদ সদস্যগন শুন্য পারিশ্রমিকে অর্থদন্ড ও পদত্যাগের কারনে দ্বৈত অধিবেশেনে ভাষনের অধিকার স্পীকার কে দিলেন। কিন্তু কোরাম না থাকায় স্থায়ী কমিটি ন্যায়পাল নিয়োগে বিশেষ অধিকার ও দায়মুক্তি পেতে সচিবালয় গঠন করেন।

চলুন, ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নেই-
৬৫-সংসদ –সংসদ প্রতিষ্ঠা
৬৬-সদস্যগন –সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা
৬৭- শুন্য- সদস্যদের আসন শুন্য হওয়া
৬৮- পারিশ্রমিকে- সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি
৬৯-অর্থদন্ড– শপথ গ্রহনের পূর্বে আসন গ্রহন বা ভোট দান করিলে সদস্যের অর্থদন্ড
৭০-পদত্যাগের কারনে – পদত্যাগ ইত্যাদি কারনে আসন শূন্য হওয়া
৭১- দ্বৈত- দ্বৈত সদস্যতায় বাঁধা
৭২-অধিবেশেনে –সংসদের অধিবেশেন
৭৩-ভাষনের –সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী
৭৩ক-অধিকার- সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার
৭৪- স্পীকার- স্পীকার ও ডেপুটি স্পীকার
৭৫-কোরাম– কার্যপ্রনালী বিধি, কোরাম প্রভৃতি
৭৬-স্থায়ী কমিটি – সংসদের স্থায়ী কমিটি সমূহ
৭৭- ন্যায়পাল- ন্যায়পাল
৭৮-সচিবালয়- সচিবালয়

এতক্ষন ধরে পড়ার পর যারা চিন্তা করছেন এই কবিতাই তো মনে থাকবে না, তাদের জন্য বলছি আর কোন কবিতা বা ছন্দ আমি তৈরি করি নি!!! কিন্তু তারপরেও আমি বলব, আরো বেশ কিছু অনুচ্ছেদ আপনাদের নিজেদের প্রয়োজনে পড়তেই হবে। সেগুলো হলঃ
§ অনুচ্ছেদ-৪৬- দায়মুক্তি বিধানের ক্ষমতা
§ অনুচ্ছেদ-৬৩- যুদ্ধ
§ অনুচ্ছেদ- ৬৪- অ্যাটনী জেনারেল
§ অনুচ্ছেদ- ৮১- টীকা হিসেবে অনেকবার এসেছে, টীকা হিসেবে তাই খুব ই গুরুত্বপূর্ণ
§ অনুচ্ছেদ-৮৩-অধ্যাদেশ প্রনয়নের ক্ষমতা
§ অনুচ্ছেদ- ১১৭-প্রশাসনিক ট্রাইবুনাল
§ অনুচ্ছেদ- ১২২-ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা
§ অনুচ্ছেদ-১৪১ ক, খ, গ- জরুরী অবস্থা
§ অনুচ্ছেদ- ১৪২-সংবিধান সংশোধন
§ ১৪৫ক- আন্তর্জাতিক চুক্তি
§ ১৪৮- পদের শপথ

Read More »

Wednesday, July 5, 2017

15th BCS

Q. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
Ans. হাজী শরিয়তউল্লাহ
Q. ‘সোনালী কাবিন’-এর রচয়িতা কে?
Ans. আল মাহমুদ
Q. ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
Ans. আলালের ঘরের দুলাল
Q. ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
Ans. ১৮৭২
Q. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।হউক দূর অকল্যাণ সকল অশোভন।’-চরণ দুটি কার লেখা?
Ans. শেখ ফজলল করিম
Q. “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”-এই উক্তিটি কার?
Ans. প্রমথ চেীধুরী
Q. ‘প্রভাত চিন্তা’,‘নিভৃত চিন্তা’,‘নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
Ans. কালীপ্রসন্ন ঘোষ
Q. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক ছিলেন-
Ans. সিকান্দার আবু জাফর
Q. ট্রাজেডি,কমেডি ও ফার্সের মূল্ পার্থক্য-
Ans. জীবনানুভূতির গভীরতায়
Q. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন-
Ans. কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
Q. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম-
Ans. উত্তরাধিকার
Q. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেছিলেন?
Ans. বসন্ত
Q. ‘ষ্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কী?
Ans. মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
Q. কোনটি রক্তের কাজ নহে?
Ans. জারক রস বিতরণ করা
Q. ১ বর্গ ইঞ্চি কত বর্গ সে:মি সমান?
Ans. ৬.৪৫
Q. ৬৪ কিলোগ্রাম বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%।কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমান ৪০% হবে?
Ans. ৫৬.০ কিলোগ্রাম
Q. কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪-এর সমান?
Ans. ২২৪
Q. কোন সংখ্যাটি বৃহত্তম?
Ans. √০.৩
Q. নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝনদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?
Ans. যথাযথভাবে হাল ঘুরিয়ে
Q. নিত্য ব্যবহার‌্য বহু ‘অ্যারোসলের’ কৌটায় এখন লেখা থাকে সি.এফ.সি বিহীন।সি.এফ.সি গ্যাস কেন ক্ষতিকারক?
Ans. ওজোন স্তরে ফুটো তৈরি করে
Q. বাংলাদেশের তড়িৎ-এর কম্পাংক প্রতি সেকেন্ডে ৫০ সাইকেল-এর তাৎপর‌্য কি?
Ans. প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ ৫০ বার দিক বদলায়
Q. আল্ট্রাসনোগ্রাফী কী?
Ans. ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং
Q. বাতাসের নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে?
Ans. পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে
Q. আকাশ নীল দেখায় কেন?
Ans. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে


Q. ‘Pediatric’ relates to the treatment of:
Ans. children
Q. The speaker failed to make the audience-to him patiently.-Which of the following is the best form of pronoun in the above sentence?
Ans. listen
Q. My uncle has three sons, —- work in the same office.-which of the following is the best form of pronoun in the above sentence?
Ans. all of whom
Q. Are you doing anything special — the week-end?
Ans. at
Q. People always remember patriots -Which of the following is the best passive form of the above sentence?
Ans. The patriots are always remembered by the people
Q. Which of the following school of litarary writings is connected with a medical theory?
Ans. Comedy of Humours
Q. Who of the following was both a poet and painter?
Ans. Blake
Q. Who wrote ‘Beauty is truth,truth is beauty’?
Ans. Keats
Q. যে ভূমিতে ফসল জন্মায় না-
Ans. ঊষর
Q. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ-
Ans. শৈত্য
Q. Wisdom’ শব্দের বাংলা অর্থ-
Ans. প্রজ্ঞা
Q. শুদ্ধ বানানটি নির্দেশ কর?
Ans. মুহুর্মুহু
Q. ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Ans. দিব্+লোক
Q. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর।
Ans. ঐচ্ছিক
Q. কোন ব্যাকটিতে সমধাতুজ কর্ম আছে?
Ans. সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর ‍কিছু বলা যায় না
Q. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য
Ans. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
Q. হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
Ans. কক্সবাজার
Q. বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?
Ans.
Q. পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম?
Ans. অষ্টম
Q. বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত?
Ans. ৫,২০০কি:মি
Q. বাংলাদেশে GDP-তে কৃষিখাতের অবদান কত শতাংশ?
Ans. ১৯.৯৫%
Q. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?
Ans. সিলেট
Q. বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে?
Ans. কৃষি
Q. বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত?
Ans. ২২
Q. সেন্টমার্টিন দ্বীপ-এর আর একটি নাম কী?
Ans. নারিকেল জিনজিরা
Q. বাংলাদেশে মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস –এর অংশ কত?
Ans. ৭৭.৫৫%
Q. ১৯০৫ সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেনেন্ট গভর্নর কে ছিলেন?
Ans. বামফিল্ড ফুলার
Q. কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তিরিত করেন?
Ans. নবাব মুর্শিদকুলি খাঁ
Q. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
Ans. পঞ্চগড়
Q. গঙ্গা-ব্রক্ষপুত্র-মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভূক্ত?
Ans. ৩৩
Q. বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
Ans. নিউইয়র্ক
Q. বাংলাদেশ ও মায়ানমার কে বিভক্তকারী নদী কোনটি?
Ans. নাফ
Q. আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
Ans. জর্ডান
Q. বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?
Ans. লাসা
Q. আফ্রিকা মহাদেশের মানচিত্রে ‘Horns of Africa’ তে কোন দেশটি অবস্থিত?
Ans. ইথিওপিয়া
Q. ‘Club of Viena’ কী?
Ans. পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন
Q. জাতিসংঘ ‘আদিবাসী বর্ষ’ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে?
Ans. ১৯৯৩
Q. The United Nations University কোন শহরে অবস্থিত?
Ans. টোকিও
Q. বাংলাদেশ নিম্নে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?
Ans. ১৯৭৯-৮০
Q. League of Arab states(আরবলীগ)-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans. কায়রো
Q. ইসলামিক উন্নয়ন ব্যাংককে (IDB) দেয়া বাংলাদেশের চাঁদার হার কত?
Ans. ১০.০ মিলিয়ন ইসলামি দিনার


Q. (2+x)+3=3(x+2)হলে x এর সমান মান কত?
Ans. -1/2
Q. a=1,b=-1,c=2,d=-2 হলে a-(-b)-(-c)-(-d) এর মান কত?
Ans. 0
Q. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল-
Ans. ৪৯৫০
Q. What is the meaning of the word ‘intrepid’?
Ans. fearless
Q. What is the meaning of the expression ‘bottom line’?
Ans. The essential point
Q. The word ‘plurality’ means-
Ans. The holding of more than one office at a time
Q. `Bootleg’ means to-
Ans. smuggle
Q. The ‘poet laureate’ is-
Ans. the Court poet of England
Q. What is the synonym of ‘incredible’?
Ans. Unbelievable
Q. plebiscite is a term related to
Ans. Politics
Q. Many islands make up-
Ans. an archipelago
Q. What is the antonym of ‘famous’?
Ans. Obscure
Q. একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে।মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে।মই এর অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব-
Ans. ৩০
Q. x+y-1=0,x-y+1=0 এবং y+3=0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি –
Ans. সমদ্বিবাহু
Q. পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র,P,Q,R এবং PQ=a,QR=b,RP=c হলে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস হবে-
Ans. c+a-b
Q. Which of the following is a correct sentence?
Ans. He was too clever to miss the point
Q. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
Ans. বিপরীত
Q. ১৯৯৬ অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
Ans. আটলান্টা
Read More »

Friday, June 30, 2017

14th BCS

Q. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী- এটি কার ঘোষণা?
Ans. দুদু মিয়া
Q. ১৯৫২ সালের তত্কালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?
Ans. এক নতুন জাতীয় চেতনার
Q. বাংলাসাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্হ কোনটি?
Ans. বসন্ত কুমারি
Q. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
Ans. প্রমথ চৌধুরী
Q. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
Ans. ফকির গরীবুল্লাহ
Q. কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?
Ans. কুচবরণ কণ্যা
Q. ‘বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে, যাবে কত যামিনী’- এই কবিতাংশটুকুর কবি কে?
Ans. কাজী নজরুল ইসলাম
Q. কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?
Ans. ১৯০৩-১৯৭৬ ইং
Q. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-
Ans. ভবিষ্যত বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
Q. বাংলা ভাষার আদি স্তরের স্হিতিকাল কোনটি?
Ans. দশম থেকে চতুর্দশ শতাব্দী
Q. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?
Ans. ঈশ্বরচন্দ্র গুপ্ত


Q. শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?
Ans. ২৫,০০০ টাকা
Q. দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশী। সংখ্যাটি উহার অংকদ্বয়ের সমষ্টির তিনগুন অপেক্ষা ৪ বেশী। সংখ্যাটি কত?
Ans. ২৫
Q. এক গোয়ালা তার n সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্নলিখিত ভাবে বন্টন করে দিল। প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ, তৃতীয় পুক্রকে ১/৫ অংশ এবং বাকি ৭ টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত?
Ans. ১৪০
Q. এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?
Ans. ১০০ কিলোগ্রাম
Q. কোন মাধ্যম শব্দের গতি সবচেয়ে কম?
Ans. বায়বীয় পদার্থে
Q. দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রং এর আলোর?
Ans. বেগুনি
Q. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
Ans. প্রতিধ্বনি
Q. একটি ঘড়িতে ৬ টার ঘন্টাধ্বণি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে। ঐ ঘড়িতে ১২ টার ঘন্টাথ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? (ঘন্টাথ্বনি সমান সময় ব্যবথানে বাজে)
Ans. ১০ সেকেন্ড
Q. ‘এভিকালচার’ বলতে কি বোঝায়?
Ans. পাখি পালন বিষয়াদি
Q. কোন রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
Ans. কালো
Q. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়িতে করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?
Ans. গাড়ির মধ্যেই বসে থাকবেন
Q. কোথায় সাতার কাটা সহজ?
Ans. সাগরে
Q. সাধারন বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়?
Ans. নাইট্রোজেন
Q. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাড়ান ব্যাক্তির কাছে বাঁশীর কম্পনাঙ্ক
Ans. আসলের চেয়ে বেশী হবে
Q. The walls of our house have been painted ___green.
Ans. no preposition
Q. কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত?
Ans. আট কপালে
Q. যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?
Ans. দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
Q. ‘রাবণের চিতা’ বাগধারা টির অর্থ কী?
Ans. চির অশান্তি
Q. মৌলিক শব্দ কোনটি?
Ans. গোলাপ
Q. যার কোন মূল্য নেই,তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয়?
Ans. ঢাকের বাঁয়া
Q. বাংলা লিপির উৎস কী?
Ans. ব্রাহ্মী লিপি
Q. কোনটি বিশেষণ বাক্যের শব্দ?
Ans. জীবনী
Q. ধ্বনি নির্দেশক প্রতীক
Ans. ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
Q. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
Ans. নদী
Q. ঘোড়াশাল সার কারখানার উৎপাদিত সারের নাম কি?
Ans. ইউরিয়া
Q. প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস(World habitat day) পালিত হয়?
Ans. প্রথম সোমবার
Q. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
Ans. বাংলা ১১৭৬
Q. বাংলাদেশর মত্স আইনে কত সে.মি কত দৈর্ঘ্যর রুই মাছের পোনা মারা নিষেদ?
Ans. ২৩
Q. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মান কারখানা কোথায় অবস্থিত?
Ans. খুলনা
Q. নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
Ans. মারমা
Q. কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠী কে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে?
Ans. গ্রামীণ ব্যাংক
Q. চন্দ্রঘোনা কাগজ কলের কাঁচামাল কি?
Ans. বাঁশ
Q. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?
Ans. ইয়েন
Q. ক্যাটালন কোন দেশের ভাষা?
Ans. স্পেন
Q. পপি উত্পাদনের ক্ষেত্রে কোন দেশ গুলোকে ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ বলা হয়?
Ans. মায়ানমার, থাইল্যান্ড, লাওস
Q. তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
Ans. ১৯৬৬ সালের ১০ জানুয়ারী
Q. বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে?
Ans. লিওনার্দো দ্যা ভিঞ্চি
Q. কোন দেশটি আরব দেশের অর্ন্তভুক্ত নয়?
Ans. ইরান
Q. কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়?
Ans. সংস্কৃতি
Q. জার্মানি ব্যাতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?
Ans. অষ্ট্রিয়া
Q. রাজিব গান্ধীকে হত্যার জন্য বোমা বহন কারী আত্নঘাতী মহিলার নাম কি?
Ans. ধানু
Q. কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?
Ans. IMF
Q. কোনটি ‘ওআইসি’(OIC) এর অংগ সংস্থা নয় ?
Ans. ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
Q. কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
Ans. ১৯৬৬
Q. মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?
Ans. ১০ এপ্রিল,১৯৭১
Q. কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যর রাজা ও রাণীকে তাদের রাষ্ট্র প্রধান হিসেবে স্বীকার করে?
Ans. অষ্ট্রেলিয়া


Q. A speech full of too many words is-
Ans. A verbose speech
Q. To meet trouble half way means-
Ans. To be puzzled
Q. What is the meaning of the idiom ‘a round dozen’?
Ans. A full dozen
Q. You should “show good manners” in the company of young ladies- Which is the appropriate phrase for the underlined expression above?
Ans. Behave gently
Q. Trying unitedly we were able to have our project approved ‘against’ strong oppositions. which of the following says nearly the same as ‘against’ above?
Ans. In the teeth of
Q. Not many people can commit such a heinous crime ‘in cold blood’. What does the quoted idiom mean?
Ans. In cool brain and calculeted thought
Q. People who assume that no evil can befall them are foolishly-
Ans. Complacent
Q. One who unduly forwards in rendering services for others is not generally liked in society- Which of the following words represents truly the character of the person mentioned here?
Ans. Officious
Q. ‘Dog day’ means-
Ans. hot weather
Q. What kind of man is quite the opposite type of “supercilious”?
Ans. Affable
Q. ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংলটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০০ কোণে স্পর্শ করলো খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল?
Ans. ৬ ফুট
Q. How many eggs have your hens _ this month?
Ans. laid
Q. Can you tell me where ________?
Ans. Mr. Ali lives
Q. Now-a-days many villages are lit —– Electricity. Which is the correct preposition in the above blank?
Ans. with
Q. বাংলাদেশর সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
Ans. ১২ অক্টোবর,১৯৭২
Read More »

Sunday, June 25, 2017

13th BCS

Q. পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
Ans. ১৯৫০
Q. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Ans. খাজা নাজিমুদ্দীন
Q. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সুরকার কে?
Ans. আলতাফ মাহামুদ
Q. আওয়ামী লীগের ছয়দফা কোন সালে পেশা করা হয়েছিল?
Ans. ১৯৬৬
Q. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রে নাম-
Ans. গোবিন্দলাল ও রোহিনী
Q. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
Ans. ১৯৬১ সালে
Q. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
Ans. সাত সাগরের মাঝি-ফররুক আহমদ
Q. জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ?
Ans. ধূসর পান্ডুলিপি
Q. কোনটি ঐতিহাসিক নাটক?
Ans. রক্তাক্ত প্রান্তর
Q. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে?
Ans. সনেটে
Q. ‘মোসলেম ভারত’ নাটক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন?
Ans. মোজাম্মেল হক
Q. মানিক বন্দ্যোপাধায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপ্যনাসের উপজীব্য-
Ans. জেলে-জীবেনর বিচিত্র সুখ-দুঃখ
Q. একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০%কমতি এবং পরপর ৩৬% ও ৪%কমতির পাথর্ক্য কত টাকা?
Ans. ১৪৪
Q. কোন পরীক্ষায় একজন ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলির ১/৩ অংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০%প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তেব ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?
Ans. ৫০ টি
Q. ৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?
Ans.
Q. একটি গোল মুদ্রা টেবিলে রাখা হল।এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুইপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
Ans.
Q. বালক ও বালিকা একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে।প্রথম বালক ৫ জন বালিকার সংঙ্গে খেলছে,দ্বিতীয় বালক ৬ জন বালিকার সংঙ্গে খেলছে;এভাবে শেষ বালক সবকটি বালিকার সংঙ্গে খেলছে।যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে তবে b এর মান কত?
Ans. b=g-4
Q. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
Ans. লোহা
Q. কোনস্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুন বাড়লে একটি সরলদোলকের দলকের দোলনকাল কত গুন বারবে বা কমবে?
Ans. ৩ গুন কমবে
Q. কোনটি চৌম্বক পদার্থ?
Ans. কোবাল্ট
Q. উচ্চ পর্বতের চুড়ায় ওঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে;কারণ উচ্চ পর্বত চূড়ায় –
Ans. বায়ুর চাপ কম
Q. সমটানসম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?
Ans. অর্ধেক হবে
Q. পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
Ans. ওপেনহেমার
Q. সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
Ans. অবতল
Q. একজন সাধারন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
Ans. ২০৬
Q. একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিন পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে।লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল ছিল?
Ans. ৭৫
Q. তরল অধাতু
Ans. ব্রোমিন


Q. We(not have) a holiday since the beginning of the year. which of the following verb forms does best complete the above sentence?
Ans. have not had
Q. If I were you, I (handle) the situation more carefully. which of the following verb forms does best complete the above sentence?
Ans. would handle
Q. It’s time(you, realize) your mistakes. which of the following verb forms does best complete the above sentence?
Ans. you realized
Q. ‘The Rainbow ‘is -.
Ans. a novel by D.H. Lawrence
Q. ‘Tom Jones’ by Henry Fielding was first published in -.
Ans. the 1st half of 18th century
Q. The literary work ‘Kuble Khan’is -.
Ans. a verse by Coleridge
Q. T.S. Eliot was born in -.
Ans. U.S.A
Q. what was the real name of the great American short story writer ,’O’Henry?
Ans. William sydeney porter
Q. গোঁফ-খেজুরে’ -এ বাগ্‌ধারাটির অর্থ কী?
Ans. নিতান্ত অলস
Q. কোন দুটি অঘোষ ধ্বনি?
Ans. চ,ছ
Q. কোন বাক্যে ‘ঢাক্‌ ঢাক্‌ গুডু গুডু’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
Ans. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,আসল কথাটি বল
Q. যা পূর্বে ছিল এখন নেই’ -এক কথায় কী হবে?
Ans. ভূতপূর্ব
Q. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
Ans. লেখাপড়া কর,নতুবা ফেল করবে
Q. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
Ans. আমি দুপুরে ভাত খাই
Q. ‘বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে’-এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-
Ans. জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
Q. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
Ans. ওরা কী করে
Q. মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত-
Ans. হাসি মাখা মুখ- হাসিমুখ
Q. ‘শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির;লিখে রেখ,একবিন্দু দিলেম শিশির’।-এ অংশটুকুর মূল পতিপাদ্য-
Ans. অকৃতজ্ঞতা
Q. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?
Ans. হাতি/হাতী
Q. প্রাচীন পুণ্ড্র বর্ধন কোথায় অবস্থিত?
Ans. মহাস্থানগড়
Q. সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার ?
Ans. ১০০০০
Q. রাজশাহী বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়?
Ans. ১৯৫৩
Q. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
Ans. চাঁপাইনবাবগঞ্জ
Q. বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?
Ans. ২৭ ফেব্রুয়ারি
Q. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
Ans. কৈলাশ
Q. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কী?
Ans. গারো
Q. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অনস্থিত?
Ans. বুড়িগঙ্গা
Q. চলন বিল কোথায় আবস্থিত?
Ans. পাবনা ও নাটোর জেলায়
Q. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
Ans. ১৬.৫ কি:মি:
Q. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
Ans. লালমনিরহাট
Q. বাংলাদেশের চিকিৎসক (ডিগিপ্রাপ্ত) প্রতি জনসংখ্যা কত?
Ans. প্রায় ৪৫৭২
Q. পূর্ব ও পশ্চিম জার্মানি একত্রীকরণ হয়——?
Ans. ১৯৯০
Q. ১৯৯১ সালের Business International-এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার সবচেয়ে বেশি?
Ans. টোকিওতে
Q. উৎপাদিত পণ্য বিক্রির হিসাব অনুসারে ১৯৯০সালে সর্ববৃহৎ বিক্রেতা?
Ans. আই বি এম
Q. আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা সবচেয়ে বেশি?
Ans. অস্টোলিয়া ও নিউজিল্যান্ডে
Q. ১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদুৎ খরচ সবচেয়ে বেশি?
Ans. পাকিস্তান
Q. ১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ঠ্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?
Ans. ভারত
Q. ১৯৬৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক কোন দেশ?
Ans. থাইল্যান্ড
Q. ‘এশিয়া ওয়াচ’ কর্তৃক সম্প্রতি উদ্‌ঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ঠ special 301 প্রয়োগ করার বিবেচনা করে?
Ans. জুন ১৯৮৯-তে টিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডী
Q. এশিয়ার অথর্নৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে এস্ক্যাপ (ESCAP) সবচেয়ে বেশি বিবেচনা করে?
Ans. APEC
Q. ‘জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এ্যান্ড ট্রেড’ (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?
Ans. প্রায় ৮০ শতাংশ


Q. মায়ানমার ১৯৯০সালের মে মাসে অনুষ্ঠিত সাধারন নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্র্ট সামরিআ জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি?
Ans. এনএলডি
Q. পিএলও-এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮সনে জাতিসংঘ কোথায় রিজলুশন গ্রহন করে?
Ans. নিউইয়র্ক
Q. মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান কোনটি?
Ans. ভাইকিং
Q. UNIDO এর সদর দপ্তর কোথায়?
Ans. ভিয়েনা
Q. ‘International Institute on Aging ‘ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
Ans. ভ্যালেটা
Q. কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
Ans. ডিসেম্বর,১৯৬৬
Q. কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
Ans. ভেনিজুয়েলা
Q. জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কী?
Ans. UNDP
Q. কোন দেশটি ‘আসিয়ান’ (ASEAN) জোটভুক্ত নয়?
Ans. দক্ষিণ কোরিয়া
Q. জাতীয় স্মৃতি সৌধ এর স্থপতি –
Ans. মাঈনুল হোসেন
Q. বীরশ্রেষ্ঠ হামিদুর রহামানের পদবি কি ছিল?
Ans. সিপাহী
Q. বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
Ans. সাত
Q. Select the meaning of the word ‘stagflagation’ –
Ans. economic slow down
Q. what is the meaning of the word ‘scuttle ‘ –
Ans. abandon
Q. what is the meaning of the word ‘stanch’ –
Ans. put an end to
Q. what is the meaning of the word ‘belated ‘ –
Ans. Tardy
Q. what is the meaning of the word ‘sequence’?
Ans. to follow
Q. what is the meaning of the word ‘euphemism’?
Ans. in offensive expression
Q. I have never seen such a slow coach like you, this small work has taken you three full month. what does the idiom ‘a slow coach’ mean?
Ans. a very lazy person
Q. Anything ‘pernicious’ tends to injure or destroy. something which has no such harmful effect is -.
Ans. innocuous
Q. y =3x+2, y = -3x+2 এবং y = -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কী?
Ans. একটি সমদ্বিবাহু ত্রিভুজ
Q. একটি সমবাহু ষড়ভুজের অভন্ত্যরে অঙ্কিত বৃহতম বৃত্তের আয়তন ১০০n হলে ঐ ষড়ভুজের আয়তন কত?
Ans. ২০০√৩
Q. Do not worry, English grammar is not_ to understand._ which of the following does best fit in the blank space?
Ans. too difficult
Q. We have recently entered —- an agreement with Inland co-operative society? which of the following does best fit in the blank space?
Ans. into
Q. The boy from the village said, “I —- starve then beg”.-which of the following best completed the above sentence?
Ans. would rather
Q. ১৯৯১সনের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা জয় করে?
Ans. মাইকেল স্টিচ
Read More »

Monday, June 5, 2017

12th BCS

Q.প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
Ans. শাহ্ মুহাম্মাদ সগীর
Q. ‘অনল-প্রবাহ’ রচনা করেন-
Ans. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
Q. বটতলার পুঁথি বলতে বোঝায়_
Ans. দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য
Q. রূপসী বাংলার কবি-
Ans. জীবনানন্দ দাশ
Q. কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-
Ans. এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
Q. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
Ans. গীতিকবিতা
Q. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
Ans. ইউসুফ জুলেখা
Q. “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা?
Ans. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Q. “মোদের গরব মোদের আশা/আ মরি বাংলা ভাষা” রচয়িতা-
Ans. অতুল প্রসাদ সেন
Q. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’-
Ans. পত্রকাব্য
Q. ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?
Ans. কৃষ্ণকান্তের উইল
Q. “এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি” – এর রচিয়তা –
Ans. মাহবুব আলম চৌধুরী
Q. বার্ষিক পরীক্ষায় একটি ছাএ মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টির নির্ভুল উত্তর দিল।বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল।সমস্ত প্রশ্নের মান সমান।যদি ছাএ শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল-
Ans. ২০ টি
Q. নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫কিলোমিটার।নদী পথে ৪৫কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে-
Ans. ১২ ঘন্টা
Q. ৮,১১,১৭,২৯,৫৩,-পরবর্তী সংখ্যাটি কত?
Ans. ১০১
Q. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
Ans. ০.০২০৫৭৩৪
Q. একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮,১০ এবং ১২ সারিতে সাজানো যায়।আবার বর্গাকারেও সাজানো যায়।ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?
Ans. ৩৬০০
Q. ৫:১৮,৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত?
Ans. ৩৫:৭২
Q. নিচের কোন সংখ্যাটি ‌√2 এবং √3 -এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
Ans. 1.5
Q. প্রবল জোয়ারের কারণ ,যখন –
Ans. সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
Q. আকাশে বিদ্যুৎ চমকায় –
Ans. মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
Q. ফিউশন প্রক্রিয়ায়-
Ans. একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে
Q. নিচের কোন উক্তিটি সঠিক ?
Ans. বায়ু একটি মিশ্র পদার্থ
Q. রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারন –
Ans. এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
Q. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন, আলোর –
Ans. প্রতিসরণ
Q. যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে –
Ans. ১০৫ ডি বি
Q. কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন-
Ans. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
Q. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো –
Ans. সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
Q. রিমট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় –
Ans. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন
Q. গ্রীন হাউজ এফেক্ট বলতে বোঝার –
Ans. তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি
Q. শহরের রাস্তার ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-
Ans. লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
Q. শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে,কারণ-
Ans. তাপ বিকরণ থেকে বাচাঁর জন্য
Q. ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় । কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে ?
Ans. রকেট ইঞ্জিন
Q. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-
Ans. পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে


Q. সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেক্ট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় তা হল –
Ans. সালফিউরিক এসিড
Q. what is the noun of the Word ‘Waste’?
Ans. Wastage
Q. What is the adjective of the word ‘Heart’?
Ans. Heartening
Q. What is the verb of the word ‘Shortly’?
Ans. Shorten
Q. Who, which, what are:
Ans. Relative pronoun
Q. Who is the greatest modern English Dramatist?
Ans. George Bernard Shaw
Q. Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature?
Ans. Bertrand Russell
Q. Who is the author of ‘A Farewell to Arms’?
Ans. Ernest Hemingway
Q. Who is the most famous satirist in English literature?
Ans. Jonathan Swifts
Q. “Caesar and Cleopatra” is-
Ans. A play by G. B. Shaw
Q. ক্রিয়াপদের মূল অংশকে বলে—
Ans. ধাতু
Q. এক কথায় প্রকাশ করচন- ‘যা বলা হয় নি;-
Ans. অনুক্ত
Q. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
Ans. পাঠক
Q. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড় সর্বাধিক সমার্থবাচক?
Ans. বক ধার্মিক; বিড়াল তপস্বী
Q. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-
Ans. চা, চিনি
Q. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ ছিলেন প্রধানত-
Ans. ভাষাতত্ত্ববিদ
Q. শুদ্ধ বাক্যটি চিহ্ণিত করন –
Ans. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
Q. কোন বানানটি শুদ্ধ?
Ans. পাষাণ
Q. নিন্মরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
Ans. ঘোড়াকে চাবুক মার
Q. গম্ভীরা” বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
Ans. চাঁপাইনবাবগঞ্জ
Q. বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়?
Ans. জামালগঞ্জ
Q. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল হয়ে ওঠে ‘বাঙ্গালা’ নামে ?
Ans. শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌
Q. বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গিয়াছে –
Ans. বিজয়পুরে
Q. মহাস্হানগড় এক সময় বাংলার রাজধানী ছিল , তখন তার নাম ছিল –
Ans. পুন্ড্রনগর
Q. বাংলাদেশের বৃহত্তম হাওড়-
Ans. হাকালুকি
Q. কেওক্রাডং- এর উচ্চতা প্রায় –
Ans. ১২৩০ মিটার
Q. একটি কাঁচা পাটের গাইটের ওজন
Ans. ৪.৫ মণ
Q. ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃ মহানগরীর ট্রেনটির নাম –
Ans. উপকূল এক্সপ্রেস
Q. ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়-
Ans. ১৬০ বর্গমাইল
Q. গঙ্গা নদীর পানি প্রবাহ বৃ্দ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব
Ans. নেপালে জলাধার নির্মাণ
Q. ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য –
Ans. দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি


Q. হাজার হ্রদের দেশ কোনটি ?
Ans. ফিনল্যাণ্ড
Q. বাস্তিল দুর্গের পতন হয় কত সালে?
Ans. 1789
Q. মিসর সুয়েজখাল জাতীয়করণ করেছিল-
Ans. ১৯৫৬ সালে
Q. জাপান পার্ল হারবার অক্রমন করে-
Ans. ৭ ডিসেম্বর,১৯৪১
Q. শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-
Ans. আলজিয়ার্স চুক্তি
Q. কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম-
Ans. জায়ারে
Q. জেমস গ্রান্টের মতে,প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা-
Ans. ৪০,০০০
Q. ‘ট্রাফল্‌গার স্কোয়ার’ কোন শহরে অবস্থিত-
Ans. লন্ডন
Q. সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য-
Ans. উপরের সবকটি
Q. পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম-
Ans. জি.সি.সি
Q. জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যৃ হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে-
Ans. ৩৯
Q. ‘৫০০ দিনের প্লান’ বলতে বুঝায় যে এই সময়ের মধ্যে-
Ans. সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন করা
Q. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের –
Ans. ২ মার্চ
Q. P-এর মান কত হলে 4x^2-px+9 একটি পূর্ণ বর্গ হবে?
Ans. 12
Q. x^2-8x-8y+16+y^2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে ?
Ans. 2xy
Q. 2x^2-x-3 এর উৎপাদক কী কী ?
Ans. (2x-3)(x+1)
Q. a^4+4 এর উৎপাদক কী কী ?
Ans. (a^2+2a+2)(a^2-2a+2)
Q. What is the synonym of ‘Delude’?
Ans. Deceive
Q. What is the antonym of ‘Queer’?
Ans. Orderly
Q. It is too difficult to tolerate bad temper for long. which of the following phrases does best replace ‘tolerate’ in the above sentence?
Ans. put up with
Q. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫‌‌‌’হলে এর বাহুর সংখ্যা কত?
Ans. ৮
Q. ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
Ans. PB=PD
Q. চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধগ একটি ক্ষেত্র যার একটি কোনও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয় –
Ans. রম্বস
Q. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার । ত্রিভুজের ক্ষেত্রফল কত ?
Ans.৬৪√৩ বর্গমিটার
Q. Fill in the blanks :What is the time ———- your watch?
Ans. by
Q. Fill in the blinks: “Give my ___to him”.
Ans. Compliments
Q. Choose the correct sentence:
Ans. Let you and him be witnesses
Q. Choose the correct sentence:
Ans. The police were informed of the matter
Q. Choose the correct one:
Ans. Misspell
Q. ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম-
Ans. ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং

Read More »