Monday, April 10, 2017

Exam : বাংলাদেশ বিষয়াবলী

পূর্ণমান : ২৩
সময় : ১২ মিনিট 
১. বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা কত তারিখে পতাকা হিসেবে গৃহীত হয়?
ক) ৬ মার্চ ১৯৭১ খ) ৭ মার্চ ১৯৭১ গ) ২৫ মার্চ ১৯৭১ ঘ) ১৭ এপ্রিল ১৯৭১
২. কত তারিখে বাংলাদেশের পতাকা থেকে মানচিত্র সরিয়ে ফেলা হয়?
ক) ১৭ এপ্রিল ১৯৭১ খ) ১০ জানুয়ারী ১৯৭২ গ) ১২ জানুয়ারী ১৯৭২ ঘ) ১৭ জানুয়ারী ১৯৭২
৩. বর্তমান জাতীয় পতাকার রূপটি কত তারিখে গৃহীত হয়?
ক) ১৭ এপ্রিল ১৯৭১ খ) ১০ জানুয়ারী ১৯৭২ গ) ১২ জানুয়ারী ১৯৭২ ঘ) ১৭ জানুয়ারী ১৯৭২


৪. বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় কত তারিখে?
ক) ২রা মার্চ ১১৯৭১ খ) ৭মার্চ ১৯৭১ গ) ১০ এপ্রিল ১৯৭১ ঘ) ১৭ এপ্রিল ১৯৭১
৫. কত তারিখে জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলা গাওয়া হয়?
ক) ৭ মার্চ ১৯৭১ খ) ২৬ মার্চ ১৯৭১ গ) ১০ এপ্রিল ১৯৭১ ঘ) ১৭ এপ্রিল ১৯৭১
৬) স্রোতাদের পছন্দ অনুসারে বিবিসির সেরা ২০ টি গানের মধ্যে বাংলার অবস্থান কততম?
ক) ১ম খ) ৫ম গ) ৭ম ঘ) ১০ ম
৭. আমার সোনার বাংলা কে জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়?
ক) ৭ মার্চ ১৯৭১ খ) ২৬ মার্চ ১৯৭১ গ) ১২ জানুয়ারী ১৯৭২ ঘ) ১৭ জানুয়ারী ১৯৭২
৮. বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে রাষ্ট্রধর্মের কথা বলা হয়েছে?
ক) ২ খ) ২ (ক) গ) ৫ ঘ) ৭
৯. সংবিধানের কত ননং অনুচ্ছেদ বাংলাদেশের জাতীয় প্রতিকের বর্ননা করা হয়েছে?
ক) ৪ (২) খ) ৪ (৩) গ) ৪ (৪) ঘ) ৪ (ক)
১০. জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষনের কথা বলা হয়েছে সংবিধানের...............নং অনুুচ্ছেদে।
ক) ৪ (২) খ) ৪ (৩) গ) ৪ (৪) ঘ) ৪ (ক)
১১. ওআইসি এর পুর্ণরূপ কি?
ক) Organization of Islamic Countries খ) Organization of Islamic conference
গ) Organization of Islamic Co-operation ঘ) Organization of Islamic centres
১২. ওআইসির মুসলিম প্রধান দেশ কোনটি?
ক) উগান্ডা খ) মোজাম্বিক গ) নাইজেরিয়া ঘ) গায়ানা
১৩. কোনটি ওআইসির অঙ্গ সংস্থা নয়?
ক) সাধারণ সচিবালয় খ) আন্তর্জাতিক ইসলামি আদালত
গ) ইসলামি উন্নয়ন ব্যাংক ঘ) ইসলামি বানিজ্য উন্নয়ন কেন্দ্র
১৪. ওআইসির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
ক) তেহরান, ইরান খ) অাঙ্কারা, তুরস্ক গ) রাবাত, মরক্কো ঘ) ইস্তানবুল, তুরস্ক
১৫. ওআইসির বর্তমান মহাসচিব কি?
ক) আইয়াদ বিন আমিন মাদানী খ) ইকলামুদ্দীন ইহসেনাগুল
গ) ইউসুফ বীন আল ওতাইমিন ঘ) হামিদ আল গাবিদ
১৬. ইলামি সহযোগীতা সংস্থা নামকরন করা হয় কখন?
ক) ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ খ) ২৮ জুন ১৯৭০ গ) ২৫ সেপ্টেম্বর ২০০৮ ঘ) ২৮ জুন
২০১১
১৭. ওআইসির পর্যবেক্ষক দেশ কোনটি?
ক) বাংলাদেশ খ) পাকিস্তান গ) রাশিয়া ঘ) মিশর
১৮. অপেকের বর্তমান সদস্য কত?
ক) ১২ খ) ১৩ গ) ১৪ ঘ) ১৫
১৯. কোনটি অপেকের প্রকাশনা নয়?
ক) Monthly oil market report খ) World oil outlook
 গ) Annual statistical report ঘ) Annual statistical bulletin
২০. অপেকের বর্তমান মহাসচিব কে?
ক) মোহাম্মেদ সানুসি বারকিন্দো খ) আব্দুল্লাহ সালেম আল বাদরি
গ) এডমন্ড ডাউকরি গ) সুবার্তো
২১. অপেকের সদর দপ্তর কোথায় ছিল?
ক) ভিয়েনা খ) জেনেভা গ) কারাকাস ঘ) জাকার্তা
২২. অপেকের একমাত্র অ-আরব মুসলিম দেশ কোনটি?
ক) ইন্দোশিয়া খ) মালয়েশিয়া গ) ইরান ঘ) ইরাক
২৩. অপেকের বর্তমান মহাসচিব কত তমম?
ক) ১০ তম। খ) ২৮ তম গ) ২৫ তম। ঘ) ২৯ তম