Sunday, March 26, 2017

সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর

১) ইলেকট্রন প্রবাহিত হয় - নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের বস্তুতে
২) তড়িৎ প্রবাহের একক - অ্যাম্পিয়ার
৩) তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বলে - তড়িৎ বর্তনী
৪) ধাতব পদার্থগুলো হলো - তড়িৎ সুপরিবাহী
৫) তড়িৎ বা বিদ্যুৎ পরিবাহী - তামা,রুপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি
৬) তড়িৎ অপরিবাহী - প্লাষ্টিক, রাবার কাঠ
৭) তড়িৎ অর্ধপরিবাহী - জার্মেনিয়াম, সিলিকন
৮) তড়িৎ অপরিবাহী পদার্থের মধ্যে - মুক্ত ইলেকট্রন থাকেনা
৯) তড়িৎ কোষ রাসায়নিক শক্তিকে - তড়িৎ শক্তাতে রূপান্তরিত করে
১০) জেনারেটর যান্ত্রিক শক্তিকে - তড়িৎশক্তিতে রূপান্তরিত করে
১১) তড়িচ্চালক শক্তির SI একক হলো - ভোল্ট
১২) রোধের একক - ওম
১৩) রুপার তারের রোধের চেয়ে টাংস্টেন তারের রোধ - বেশি
১৪) তামা, নাইক্রোমের তুলনায় - তড়িৎ সুপরিবাহী
১৫) বৈদ্যুতিক কেটলিতে - নাইক্রোম ব্যবহার করা হয়


১৬) বৈদ্যুতিক বাল্ব এর ফিলামেন্ট তৈরি করা হয় - টাংস্টেন দ্বারা
১৭) বৈদ্যুতিক বাল্ব বৈদ্যুতিক শক্তিকে - আলোক শক্তিতে রূপান্তিরত করে
১৮) রোধের বিপরীত রাশি হলো - পরিবাহিতা
১৯) আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে বলে - পরিবাহকত্ব
২০) একাধিক রোধকে একত্রে সংযোগ করাকে বলে - রোধের সন্নিবেশ
২১) বৈদ্যুতিক পাখার ক্ষমতা - ৬৫ -৭৫ W
২২) টেলিভিশনের ক্ষমতা - 60-70 W
২৩) এনার্জি সেভিং বাল্ব এর ক্ষমতা - 10-30W
২৪) বৈদ্যুতিক বিল হিসাব করা হয় - কিলোওয়ার্ট ঘন্টায়
২৫) সকল পরিবাহী তার সাধারণত অন্তরিত অবস্থায় থাকে - রাবার দ্বারা
২৬) তড়িৎ প্রবাহিত হতে পারে - পানির মধ্য দিয়ে
২৭) বৈদ্যুতিক সুইচ অন বা অফ করা বিপজ্জনক - ভেজা হাত দ্বারা
২৮) নিরাপত্তা মূলক কৌশল - সার্কিট ব্রেকার, ফিউজ
২৯) বৈদ্যুতিক ফিউজ হিসেবে ব্যবহার করা হয় - স্বল্প দৈর্ঘ্যের চিকন তার
৩০) তড়িতের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন - ওয়েরস্টেড ১৮২০ সালে
৩১) তড়িৎ মোটর তড়িৎ শক্তিকে - যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
৩২) ট্রান্সফর্মার তৈরা করা হয় - তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে
৩৩) দূরদুরান্তে তড়িৎ প্রেররনের জন্য ব্যবহার করা হয় - আরোহী বা স্টেপআড ট্রান্সফর্মার
৩৪) স্টেপডাউন বা অবরোহী ট্রান্সফর্মার ব্যবহার করা হয় - রেডিও, টেলিভিশন, টেপরেকর্ডার, ভিসিআর, ভিসিপি, ইলেকচ্রিক ঘড়ি