Monday, March 27, 2017

Questions & Answers (বাংলাদেশ বিষয়াবলী )

Q.রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গ দেশ কয়টি জনপদে বিভিক্ত ছিল?
Ans:৩টি । যথাঃ পুন্ড্রু, গৌড়, বঙ্গ।
Q.বাংলা ভুমি খন্ডের প্রাচীন জনপদগুলোর নাম কি কি?
Ans:গৌড় -(পুন্ড্রু, বরেন্দ্রীয়, রাঢ়), সুহ্ম-(তাম্র, লিপ্পি, সমতট), বঙ্গ-(বঙ্গাল, হরিকেল)
Q.বাঙ্গালী জাতির পরিচয় কি?
Ans:শংকর জাতি হিসেবে।
Q.গৌতম বুদ্ধের জন্ম স্থান কোথায়
Ans:লুম্বিনী (নেপাল)
Q.সিন্ধু সভ্যতা কখন আবিস্কার হয়
Ans: ১৯২২ সালে
Q.সিন্ধু সভ্যতা কোন যুগের
Ans:তাম্র যুগের
Q.বাংলার আদি জনগোষ্ঠীর কোন ভাষাভাষা ছিল ?
Ans:অষ্ট্রিক
Q.বৈদিক যুগের শিক্ষার ভাষা কি ছিল ?
Ans:সংস্কৃত
Q.আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ?
Ans:বেদ
Q.প্রাচীন বাংলাদেশে কয়টি জনপদ বিভক্ত ছিল ?
Ans:তিনটি জনপদে।


Q.প্রাচীন সভ্যতার অভ্যুদয় ঘটে কোথায়?
Ans:এশিয়া ও আফ্রিকা মহাদেশ।
Q.কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে ?
Ans:সম্রাট অশোকের আমলে।
Q.বাংলার শাসন পদ্ধতি সুষ্পষ্ট বিবরণ পাওয়া যায় কোন যুগে ?
Ans:গুপ্ত যুগে।
Q.চীনা পরিব্রাজক হিউ-এন-স্যঙ কবে বাংলায় আগমন করেন ?
Ans:সপ্তম শতকে।
Q.আর্যগণ আগমনের পূর্বে এ দেশে কাদের বসবাস ছিল?
Ans:অনার্যদের
Q.আর্যগণ কবে বাংলাদেশে আগমন করে?
Ans:২০০০ খ্রিঃ পূর্বাব্দে।
Q.প্রাচীন কর্ণসুবর্ণ বলতে কোন অঞ্চলকে বুঝায়?
Ans:আধুনিক মুর্শিদাবাদ জেলার রাঙামাটি গ্রামকে।
Q.সমগ্র বাংলাদেশ ‘বঙ্গ’ নামে ঐক্যবদ্ধ হয় কোন আমলে?
Ans:পাঠান আমলে।
Q.কোন গ্রন্থে বাংলা শব্দের প্রথম ব্যবহার হয়েছে?
Ans:আইন-ই-আকবরী গ্রন্থে।
Q.সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কি নামে পরিচিতি ছিল ?
Ans:সুবহ-ই-বাঙ্গালাহ নামে।
Q.দেশবাচক নাম হিসেবে বাংলা শব্দের ব্যবহার কখন প্রয়োগ হয় ?
Ans:মুসলিম শাসনামলের প্রথম দিকে।
Q.প্রাচীন জনপদ পুন্ড্রের রাজধানীর ধ্বংশাবশেষ বর্তমান বাংলাদেশের কোথায় পাওয়া যায়?
Ans:বগুড়া জেলার মহাস্থানগড়ে।
Q.রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গ দেশ কয়টি জনপদে বিভিক্ত ছিল?
Ans:৩টি । যথাঃ পুন্ড্রু, গৌড়, বঙ্গ।
Q.বাংলা ভুমি খন্ডের প্রাচীন জনপদগুলোর নাম কি কি?
Ans:গৌড় -(পুন্ড্রু, বরেন্দ্রীয়, রাঢ়), সুহ্ম-(তাম্র, লিপ্পি, সমতট), বঙ্গ-(বঙ্গাল, হরিকেল)
Q.বাঙ্গালী জাতির পরিচয় কি?
Ans:শংকর জাতি হিসেবে।

Read More »

Sunday, March 26, 2017

সাধারণ বিজ্ঞান প্রশ্নোত্তর

১) ইলেকট্রন প্রবাহিত হয় - নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের বস্তুতে
২) তড়িৎ প্রবাহের একক - অ্যাম্পিয়ার
৩) তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বলে - তড়িৎ বর্তনী
৪) ধাতব পদার্থগুলো হলো - তড়িৎ সুপরিবাহী
৫) তড়িৎ বা বিদ্যুৎ পরিবাহী - তামা,রুপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি
৬) তড়িৎ অপরিবাহী - প্লাষ্টিক, রাবার কাঠ
৭) তড়িৎ অর্ধপরিবাহী - জার্মেনিয়াম, সিলিকন
৮) তড়িৎ অপরিবাহী পদার্থের মধ্যে - মুক্ত ইলেকট্রন থাকেনা
৯) তড়িৎ কোষ রাসায়নিক শক্তিকে - তড়িৎ শক্তাতে রূপান্তরিত করে
১০) জেনারেটর যান্ত্রিক শক্তিকে - তড়িৎশক্তিতে রূপান্তরিত করে
১১) তড়িচ্চালক শক্তির SI একক হলো - ভোল্ট
১২) রোধের একক - ওম
১৩) রুপার তারের রোধের চেয়ে টাংস্টেন তারের রোধ - বেশি
১৪) তামা, নাইক্রোমের তুলনায় - তড়িৎ সুপরিবাহী
১৫) বৈদ্যুতিক কেটলিতে - নাইক্রোম ব্যবহার করা হয়


১৬) বৈদ্যুতিক বাল্ব এর ফিলামেন্ট তৈরি করা হয় - টাংস্টেন দ্বারা
১৭) বৈদ্যুতিক বাল্ব বৈদ্যুতিক শক্তিকে - আলোক শক্তিতে রূপান্তিরত করে
১৮) রোধের বিপরীত রাশি হলো - পরিবাহিতা
১৯) আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে বলে - পরিবাহকত্ব
২০) একাধিক রোধকে একত্রে সংযোগ করাকে বলে - রোধের সন্নিবেশ
২১) বৈদ্যুতিক পাখার ক্ষমতা - ৬৫ -৭৫ W
২২) টেলিভিশনের ক্ষমতা - 60-70 W
২৩) এনার্জি সেভিং বাল্ব এর ক্ষমতা - 10-30W
২৪) বৈদ্যুতিক বিল হিসাব করা হয় - কিলোওয়ার্ট ঘন্টায়
২৫) সকল পরিবাহী তার সাধারণত অন্তরিত অবস্থায় থাকে - রাবার দ্বারা
২৬) তড়িৎ প্রবাহিত হতে পারে - পানির মধ্য দিয়ে
২৭) বৈদ্যুতিক সুইচ অন বা অফ করা বিপজ্জনক - ভেজা হাত দ্বারা
২৮) নিরাপত্তা মূলক কৌশল - সার্কিট ব্রেকার, ফিউজ
২৯) বৈদ্যুতিক ফিউজ হিসেবে ব্যবহার করা হয় - স্বল্প দৈর্ঘ্যের চিকন তার
৩০) তড়িতের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন - ওয়েরস্টেড ১৮২০ সালে
৩১) তড়িৎ মোটর তড়িৎ শক্তিকে - যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে
৩২) ট্রান্সফর্মার তৈরা করা হয় - তাড়িতচৌম্বক আবেশের উপর ভিত্তি করে
৩৩) দূরদুরান্তে তড়িৎ প্রেররনের জন্য ব্যবহার করা হয় - আরোহী বা স্টেপআড ট্রান্সফর্মার
৩৪) স্টেপডাউন বা অবরোহী ট্রান্সফর্মার ব্যবহার করা হয় - রেডিও, টেলিভিশন, টেপরেকর্ডার, ভিসিআর, ভিসিপি, ইলেকচ্রিক ঘড়ি

Read More »

Saturday, March 25, 2017

Exam : English


Syllabys: Modals+ Linking verb+ Rest of Elizabethan Age Literature.

Total Marks: 25
Time: 15 min

1. Philip Sidney was born on 30th November:
a. 1553 b. 1554 c. 1555 d. 1550
2. Francis Bacon is called –
a. Father of empiricism b. Father of Experimental Science
c. Natural philosopher d. All of them
3. “Astrophel and Stella” is a:
a. Allegory b. Epic c. Sonnet d. Ballad
4. Greville was biographer of:
a. Edmund Spencer b. John Donne c. Sir Philip Sidney d. Francis Bacon
5. Which book Edmund Spenser dedicated to the Philip Sidney:
a. The Faerie Queene b. The shepheaedes Calendar
c. Complaints d. Colin Clouts come home again
6. Which one is essay –
a. Of love b. of punishment c. Vicar of Wakefield d. An Ideal Husband
7. Sir Philip Sidney died in which country-
a. France b. England c. Netherlands d. None of them
8) History of life & death is a-
a. a long treatise on moments b. a long treatise on memory
c. a long treatise on marriage d. a long treatise on medicine
9. You look very confused by the homework, Clive. ................. I help you?
a. will b. Must c. can d. shall
10. It's wet and windy outside today. You ________ go out without an umbrella.
a) shouldn't b) won't c) don't have to d) can't
11. I think that sign means we ________ enter the building. Look, there's a security guard too.
 a) won't b) have to c) mustn't d) can't
12. The boy from the village said, " I.................. starve than beg."
a) rather b) better c) would rather d) would better
13. Hurry up least you ..................... miss the train.
a) can b) could c) shall d) should
14. It seemed difficult for police to find the man suspected in a cafe robbery. Here seemed is a/an
a. transitive verb b. intransitive verb c. linking verb d. auxiliary verb
15. The class’s ideas sounded much more sophisticated than the substitute teacher expected. Here sounded is a/an....
a. transitive verb b. intransitive verb c. linking verb d. auxiliary verb
16. At his sentencing, West neither apologized nor attributed his behavior to his drinking problem. Here apologized is a/an...
a. transitive verb b. intransitive verb c. linking verb d. auxiliary verb
17. Who wrote "Mirror for Magistrates"?
a. Thomas Sacville b. Thomas Wyatt c. Thomas lodge d. Thomas Kyde
18. After the death of Christopher Marlowe who completed his unfinished poem "Hero and Leander"?
a. Shakespeare b. Thomas Nash c. George Chapman d. Thomas More
19. Who is the author of " An Apology for Poetry"?
a. Edmund Spencer b. John Donne c. Sir Philip Sidney d. Francis Bacon
20. Who translated the Homer's Illiad and Odessey in english?
a. Shakespeare b. Thomas Nash c. George Chapman d. Thomas More
21. "Opportunity makes a thief"- is coined out by............
a. Edmund Spencer b. John Donne c. Sir Philip Sidney d. Francis Bacon
22. Who is father of english prose?
a. Edmund Spencer b. John Donne c. Sir Philip Sidney d. Francis Bacon
23. Who was famous clergy in the Elizabethan Age?
a. Edmund Spencer b. Richard Hooker c. Sir Philip Sidney d. Francis Bacon
24. What is the first tragedy in english literature?
a. Ralph Roister Doister b. Gorboduc c. Arcadia d. Immerito
25. Elizabethan is called a.......................... in English literature.
a. Golden Age b. Nest of Singing Birds c. none d. Both of them





Read More »

Monday, March 20, 2017

Exam : ICT

Total marks -20
Time: 10 Min
1. What is the Google headquarters called?
a. The Pit
b. Googledome
c. Calgary Saddledome
d. Googleplex
e. The Internet


2."Google" originated from a misspelling of-
a. googol
b. goggol
c. gogoll
d. goglee

3.What was google’s first name ?
a. Eclipes
b. Sun
c. Backrub
d. Orkut 

4.Where are the Google headquarters located?
a. Arlington, Virginia
b. Mountain View, California
c. Washington DC
d. Redmond, Washington

5.What is the parent company of Google Inc?
a. Sun Inc
b. Alphabet Inc.
c. IBM
d. Apple Inc

6.Microsoft is combination of two words
a. Micro device and software
b. Microcircuit and software
c. Microcomputer and software
d. Microprocessor and software 

7.Who is the CEO of Microsoft?
a. Satya Nadella
b. Chaitanya Shing
c. Javed Karim
d. R.K Patel

8.Microsoft hardware first developed to design a
a. Keyboard
b. Touchpad
c. Mobile phone
d. Mouse
9.Microsoft released it’s first retail version of Microsoft windows?
a. 1975
b. 1985
c. 1995
d. 2000

10.Which gaming system was created by Microsoft?
a. Gamecube
b. Playstation
c. Xbox
d. Wii

11. IBM started in 1911 as CTR –
a. Computing Tabulating Recording
b. Calculating Tabulating Recording
c. Computing Tabulating Redesigning
d. Calculating Tabulating Redesigning

12.Research was done before establishing Oracle Corporation
a. LDL
b. SDL
c. XDL
d. CDL
13. Which of the following software is not made by Apple?
a. Safari Internet Browser
b. Mozilla Firefox
c. iWork
d. iTunes

14. Alibaba Group was founded in
a. 1997
b. 1998
c. 1999
d. 2000

15. This person is often called the inventor of the modern computer. He actually created the first fully electronic computer.
a. Konrad Zuse
b. Byron Lovelace
c. William Gates
d. Steve Jobs

16. This invention replaced vacuum tubes and made computers much smaller and faster. However, it was eventually replaced by another invention.
a. RAM
b. ENIAC
c. Transformer
d. Transistor

17.Which computer was invented during second world war to increase strength?
a. ABC
b. EDVAC
c. ENIAC
d. EDSAC

18. The word "computer" was first recorded as being used in
a. 1613
b. 1713
c. 1813
d. 1913

19.Which one was created as first binary programmable computer?
a. X1
b. Z1
c. W1
d. Y1

20. Which computer ran the first graphical computer game, nicknamed "Baby"?
a. ENIAC
b. EDVAC
c. EDSAC
d. UNIVAC





Read More »

Thursday, March 16, 2017

Questions & Answers (সাধারণ বিজ্ঞান )

Q.যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না
Ans:হেপারিন
Q.ধান গাছের ক্রোমোসোম সংখ্যা কয়টি?
Ans:২৪ টি
Q.প্রথম কোথায় নিপাহ ভাইরাস পাওয়া যায়?
Ans:মালয়েশিয়ায় (১৯৯৮) 
Q.‘হংকং ভাইরাস’ নামে পরিচিত ‘সার্স’ প্রথম কোন দেশে দেখা যায়?
Ans: চীন (২০০২) 
Q.মানবদেহে কোন ধরনের শ্বসন হয়?
Ans:সবাত শ্বসন 
Q.শীত বা গ্রীষ্মের পূর্বে গাছের পাতা ঝড়ে যায় কেন?
Ans:প্রস্বেদন কমাতে 
Q.কোন পাখি দীর্ঘতম পথ পাড়ি দিতে পারে?
Ans:গাঙচিল 
Q.পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল কোনটি?
Ans:আম 
Q.জলজ শামুক,ঝিনুকের খোলক কি দিয়ে গঠিত?
Ans:কার্বনেট 
Q.কোন গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা আকারে ওয়াটার তৈরি করা হয়?
Ans:কার্বন-ডাই-অক্সাইড 
Q.পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেনকে?
Ans:নিকোলাস অটো 
Q.‘৬৭-পি’ কী ?
Ans:ধূমকেতু 
Q.আলো সাতটি বর্ণের সমষ্টি “এটি প্রমাণ করেন কে?
Ans:আইজ্যাক নিউটন 
Q.পানিতে দ্রবনীয় ভিটামিন কি?
Ans:ভিটামিন বি 
Q.মিষ্টি আলু কি?
Ans: স্বেতসার জাতীয় খাদ্য 
Q.রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় কিসে?
Ans:গলগন্ড রোগে 
Q.গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্রের নাম কী?
Ans:ম্যানোমিটার 
Q.‘সুপার নোভা’ আসলে কী?
Ans: মৃত তারকা 
Q.উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয় ?
Ans:ফ্যাটি এসিড ও গ্লিসারল 
Q.লেখার চক কী দিয়ে তৈরি?
Ans:ক্যালসিয়াম সালফেট 
Q.রেকটিফাইড স্পিরিট কী?
Ans:৯৫% ইথাইল অ্যালকোহল+৫% পানি 
Q.ভিনেগার কাকে বলে?
Ans:৪-১০% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে 
Q.অ্যাকোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে?
Ans:৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রোক্লরিক অ্যাসিড 
Q.ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত?
Ans:০.১৫-১.৫% 
Q.ইস্পাত তৈরিতে লোহার সঙ্গে কী মেশাতে হয়?
Ans:কার্বন 
Q.‘উড স্পিরিট’ কী?
Ans:মিথাইল অ্যালকোহল 
Q.সর্বাপেক্ষা ভারি মৌলিক গ্যাস কোনটি?
Ans:রেডন 
Q.সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি?
Ans:লিথিয়াম 
Q.চোখের কোন অংশ রঙিন জিনিস দেখতে সাহায্য করে?
Ans:কনস 
Q.মৃদু আলোতে কাজ করে চোখের কোন অংশ?
Ans:রডস






Read More »

Tuesday, March 14, 2017

Exam : International Affairs

সিলেবাসঃ বিরোধপূর্ণ দ্বীপ ও জলরাশি, প্রণালী ও খাল, সীমারেখা।









Read More »

Monday, March 13, 2017

বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনপঞ্জি

১. জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ। তদানীন্তন গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে। আব্বা শেখ লুৎফুর রহমান, মা সাহেরা খাতুন। ২. তৃতীয় শ্রেণী পর্যন্ত গ্রামের এসই স্কুলে এবং চতুর্থ শ্রেণী থেকে গোপালগঞ্জ পাবলিক স্কুলে অধ্যয়ন। ৩. বার-তের বছর বয়সে মুরুব্বীদের ইচ্ছায় তিন বছর বয়সের ফযিলাতুন নিছা ওরফে রেণুর সঙ্গে বিবাহ। ৪. ১৯৩৪ সালে সপ্তম শ্রেণীতে অধ্যয়নকালে বেরিবেরি রোগে আক্রান্ত হয়ে হার্ট দুর্বল হয়ে পড়ে। ১৯৩৬ সালে গ্লুকোমা রোগে আক্রান্ত হয়ে চশমা পরা শুরু। ৫. ১৯৩৭ সালে গোপালগঞ্জ জিলা স্কুলে ভর্তি। ৬. ১৯৩৮ সালে প্রাদেশিক প্রধানমন্ত্রী একে ফজলুল হক ও শ্রমমন্ত্রী শহীদ সোহরাওয়ার্দী গোপালগঞ্জ সফরে এলে সোহরাওয়ার্দী সাহেবের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হন। ৭. এ সময় গোপালগঞ্জে হিন্দু-মুসলমানদের মধ্যে সম্পর্ক তিক্ত হওয়ার কিছু ঘটনা ঘটে। এই হিন্দুদের চক্রান্তে শেখ মুজিবের জীবনে প্রথম জেল অভিজ্ঞতা। ৮. ১৯৩৯ সালে কলকাতা গিয়ে শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে সাক্ষাৎ। এরপর মুসলিম লীগের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ। ৯. ১৯৪১ সালে ম্যাট্রিক পাসের পর কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি। থাকতেন বেকার হোস্টেলে। (২৪ নং কক্ষে থাকতেন। ২৩ এবং ২৪ নং কক্ষ নিয়ে বর্তমানে জাদুঘর) ১০. ১৯৪৩ সালে বাংলায় দুর্ভিক্ষ চলাকালে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে রিলিফ কর্মসূচিতে অংশগ্রহণ। ১১. পাকিস্তান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, মুসলিম লীগের সোহরাওয়ার্দী-হাসিম গ্রুপের সঙ্গে সম্পৃক্ত হিসেবে। ১২. ১৯৪৬ সালে মুসলিম লীগের দিল্লি কনফারেন্সে যোগদান এবং আজমীর শরীফ গমন। ১৩. ১৯৪৬ সালের ১৬ আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ। দাঙ্গা-পীড়িত জনগণের সেবায় অংশগ্রহণ। …-সোহরাওয়ার্দীর … মিশনে অংশগ্রহণ। ১৪. ১৯৪৭ সালে সিলেটে গণভোটে অংশগ্রহণ। ১৫. ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন। ১৬. তমদ্দুন মজলিস ও পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের নেতৃত্বে সূচিত ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৭. ১৯৪৮ সালের ১১ মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সেক্রেটারিয়েট গেটে পিকেটিংয়ের অপরাধে গ্রেফতার। ১৮. এর চার দিন পর ১৫ মার্চ তারিখে মুক্তি লাভ। ১৯. ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পক্ষে আন্দোলন করায় কারাবরণ। ২০. ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান মুসলিম লীগ কর্মী সম্মেলনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত। সেখানে শেখ মুজিবের অনুপস্থিতিতেই যুগ্ম সম্পাদক নির্বাচিত। ২১. ১৯৫২ সালের ভাষা আন্দোলন চলাকালে কারারুদ্ধ অবস্থায় বাংলার দাবিতে অনশন ধর্মঘট করে। শরীর অসুস্থ হয়ে পড়ায় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মুক্ত হন। ২২. ১৯৫৪ সালের নির্বাচনে প্রাদেশিক আইন সভার সদস্য নির্বাচিত হন। ২৩. ১৯৫৫ সালে শেখ মুজিব সদস্য নির্বাচিত হন। ২৪. ১৯৫৬ সালের ১৬ সেপ্টেম্বর প্রাদেশিক কোয়ালিশন সরকারের শিল্প-বাণিজ্য, শ্রম ও ভিলেজ এইড দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন। ২৫. ১৯৫৭ সালের ৩০ মে সংসদীয় কাজের সুবিধার্থে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ২৪ জুন থেকে ১৩ জুলাই তিনি চীনে সরকারি সফর করেন। ২৬. ১৯৫৮ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট মেজর জেনারেল ইস্কান্দার মির্জা। সামরিক বাহিনীর প্রধান জেনারেল আইয়ুব খান সামরিক আইন জারি করতঃ রাজনীতি নিষিদ্ধ করেন। ১১ অক্টোবর বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। ২৭. ১৯৬০ সালের ৭ ডিসেম্বর হাইকোর্টে রিট আবেদন করে তিনি মুক্তি লাভ করেন। সামরিক শাসন ও আইয়ুববিরোধী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধু গোপন রাজনৈতিক কর্মকা- পরিচালনা করেন। এ সময়ই তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের লক্ষ্যে কাজ করার জন্য ছাত্র নেতৃবৃন্দের মাধ্যমে ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ নামের গোপন সংস্থা গঠন করে প্রতি মহকুমায় এবং থানায় নিউক্লিয়াস গঠন করেন। ২৮. ১৯৬২ সালের ৬ ফেব্রুয়ারি তাকে জননিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। সামরিক আইনের অবসান ঘটলে তিনি মুক্তিলাভ করেন। ২৯. সোহরাওয়ার্দী অসুস্থ হয়ে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে বঙ্গবন্ধু তার সাথে পরামর্শের জন্য লন্ডনে যান। ৫ ডিসেম্বর সোহরাওয়ার্দী বৈরুতে ইন্তেকাল করেন। ৩০. ১৯৬৪ সালের ২৫ জানুয়ারি বঙ্গবন্ধুর বাসভবনে এক সভায় আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা হয়। সভায় মাওলানা তর্কবাগীশ ও শেখ মুজিব যথাক্রমে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৩১. ১৯৬৫ সালে রাষ্ট্রদ্রোহ ও আপত্তিকর বক্তব্য প্রদানের অভিযোগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে মামলা করা হয়। তিনি কারারুদ্ধ হন। পরে হাইকোর্টের নির্দেশে মুক্তিলাভ করেন। ৩২. ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপন করেন এবং ছয় দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে সারা বাংলায় সফর করেন। এ সময় তাকে অসংখ্যবার গ্রেফতার করা হয়। ৩৩. ১৯৬৮ সালে পাকিস্তান সরকার তাকে এক নম্বর আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয় এবং তাকে গ্রেফতার করে সেনানিবাসে আটক রাখা হয়। ৩৪. ১৯৬৯ সালের ৫ আগস্ট ৬ দফাসহ ছাত্রদের ১১ দফ দাবি আদায়ের লক্ষ্যে স্থানীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়। এ পরিষদ ঐ মামলা প্রত্যাহারের দাবিতে সারা বাংলায় আন্দোলনরত হয়। ২২ ফেব্রুয়ারি জনগণের চাপের মুখে মামলা প্রত্যাহার ও বঙ্গবন্ধুকে মুক্তি দেয়া হয়। ২৩ ফেব্রুয়ারি তাকে রেসকোর্সে সংবর্ধনা দেয়া হয় এবং সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। ৩৫. ১৯৬৯ শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বঙ্গবন্ধু পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশের নাম পূর্ব পাকিস্তানের বদলে ‘বাংলাদেশ’ রাখেন। ৩৬. ১৯৭০ সালের ৬ জানুয়ারি বঙ্গবন্ধু পুনরায় আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হন। ১৯৭০ সালের ৭ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ তৎকালীন পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন এবং প্রাদেশিক পরিষদের ৩০০টি আসনের মধ্যে ২৮৮টি আসন লাভ করে। ৩৭. ১৯৭১ সালের ৩ জানুয়ারি বঙ্গবন্ধু রেসকোর্সে জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ পরিচালনা করেন। প্রতিনিধিদের ৬ দফার ভিত্তিতে ব্যতীত অন্য কোনো সংবিধান গ্রহণে অস্বীকৃতিতে সংকল্প গ্রহণ করেন। ৩৮. ১৯৭১ সালের ১ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণার প্রতিবাদে সর্বত্র বিক্ষোভ শুরু হয়। ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্সে এক জনসমুদ্রে অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং অবিলম্বে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। ৩৯. ২৫ মার্চ রাতে নিরস্ত্র দেশবাসীর ওপর পাকিস্তানি বাহিনীর নৃশংস হামলা শুরু হয় এবং বঙ্গবন্ধুকে বন্দি করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। ৪০. এই পটভূমিতে দেশের জনগণ পাকিস্তানের আগ্রাসী সেনাবাহিনীর বিরুদ্ধে সশ¯্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং নয় মাস রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে। ১৬ ডিসেম্বর পাকিস্তান বাহিনীর জেনারেল নিয়াজীর আত্মসমর্পণের মাধ্যমে এ বিজয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ৪১. আন্তর্জাতিক চাপের মুখে ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয়। সেদিনই পাকিস্তান সরকার ঢাকার উদ্দেশ্যে তাকে লন্ডন প্রেরণ করে। ৯ জানুয়ারি তিনি লন্ডনে ব্রিটিশ এডওয়ার্ড হিথের সাথে সাক্ষাৎ করেন এবং নয়াদিল্লিতে যাত্রাবিরতির পরে ১০ জানুয়ারি ঢাকা পৌঁছলে তাকে ঐতিহাসিক সংবর্ধনা দেয়া হয়। ৪২. ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ ২৯৩ আসন লাভ করে। ৬ সেপ্টেম্বর জোট নিরপেক্ষ সম্মেলনে যোগ দিতে বঙ্গবন্ধু আলজেরিয়া যান। ৪৩. ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার বাংলাদেশকে স্বীকৃতি দান করে। ২৩ ফেব্রুয়ারি ওআইসি সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে তিনি লাহোর যান। ৪৪. ১৯৭৫ সালের ৫ জানুয়ারি সব দল বিলুপ্ত করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠন করেন এবং রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন। ৪৫. ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে সেনাবাহিনীর এক দল অফিসারের অভ্যুত্থানে বঙ্গবন্ধুকে তার পরিবারের অধিকাংশ সদস্যসহ হত্যা করা হয়।
[সূত্র : অসমাপ্ত আত্মজীবনী]

Read More »

Saturday, March 11, 2017

Exam : ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যাবস্থাপনা

পূর্ণমান : ১০
সময় : ৫ মিনিট 

১. কোনটি সুপ্ত আগ্নেয়গিরি ?
ক. ফুজিয়ামা  খ. সান্তা মারিয়া  গ.মানাম  ঘ. ইয়াসুর

২. বাংলােদেশে কয়টি ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আছে ?
ক. ১     খ. ২     গ. ৩     ঘ. ৪

৩. CDMP এর পূর্ণরূপ কি ?
 ক. Common Disaster Management Plan
 খ. Common Disaster Mitigate Programme
 গ. Comprehensive Disaster Management Programme
 ঘ. Comprehensive Disaster Mitigate Plan

৪. সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় ?
ক. ঢাকা   খ. কাঠমান্ডু    গ. করাচি    ঘ. নয়াদিল্লী

৫. ক্যাটরিনা কত সালে সংঘটিত হয় ?
ক. ২০০২   খ. ২০০৪  গ. ২০০৫   ঘ. ২০০৭

৬. সাগের ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি পেলে  জলোচ্ছ্বাসের ___
 ক. উচ্চতা বৃদ্ধি পায়
 খ. উচ্চতা হ্রাস পায়
 গ. তীব্রতা বৃদ্ধি পায়
 ঘ. তীব্রতা বৃদ্ধি পায়

৭. ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র কোন জেলাগুলোতে আছে ?
ক. ঢাকা, বরিশাল, যশোর, চট্টগ্রাম
খ. ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী
গ. রাজশাহী, সিলেট, রংপুর, বরিশাল
ঘ. চট্টগ্রাম, ঢাকা, রংপুর, সিলেট

৮. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত ?
 ক. ৭৫ সে. মি.
 খ.  ৭৬ সে. মি
 গ.  ৭৭ সে. মি
 ঘ.  ৭৮ সে. মি

৯. প্রবল জোয়ারের কারণ ___
ক. সূর্য, চন্দ্র, পৃথিবী এক সমকোণে থাকে
খ.  সূর্য, চন্দ্র, পৃথিবী এক সরলেরখায় থাকে
গ.  চন্দ্র ও পৃথিবী এক সমকোণে থাকে
ঘ.  সূর্য ও পৃথিবী এক সরলেরখায় থাকে

১০. সুন্দরবনে কত প্রজাতির হরিণ দেখা যায় ?
ক. ১
খ.  ২
গ.  ৩
ঘ.  ৪






Read More »

Friday, March 10, 2017

বাংলাদেশের নদ-নদী

1) মোট নদ-নদী- প্রায় ৭০০টি (তথ্যসূত্র : www.banglapedia.org) 
i.প্রায় ৮০০টি (তথ্যসূত্র : www.wikipedia.org)
ii.প্রচলিত তথ্য- ২৩০টি
2) নদ-নদীর মোট আয়তন – ২৪,১৪০ কিমি
3) বাংলাদেশের ছোট বড় নদীর সংখ্যা ২৩০টি এর মধ্যে ৫৭টি আন্তর্জাতিক যার ৫৪টির উৎপত্তি ভারতে এবং ৩টি মায়ানমারে।
4) ভারত থেকে বাংলাদেশে আসা নদী- ৫৫টি
5) মায়ানমার থেকে বাংলাদেশে আসা নদী- ৩টি
6) বাংলাদেশের আন্তর্জাতিক নদী- ১টি (পদ্মা)
7) মোট আন্তঃসীমান্ত নদী- ৫৮টি
8) বাংলাদেশ থেকে ভারতে যাওয়া নদী- ১টি (কুলিখ)
9) বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি এমন নদী- ২টি (হালদা ও সাঙ্গু)
10) বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে- আত্রাই
11) বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী- নাফ
12) বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী- হাড়িয়াভাঙ্গা
13) হাড়িয়াভাঙ্গার মোহনায় অবস্থিত- দক্ষিণ তালপট্টি দ্বীপ (ভারতে নাম পূর্বাশা, এই দ্বীপের মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বন্দ্ব চলছে।)
14) ব্রহ্মপুত্র নদ: বাংলাদেশের বৃহত্তম নদী। কোথায় যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নামে বিভক্ত হয়েছে – দেয়ানগঞ্জের নিকটে। এ নদের উৎপত্তি হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবরে। উৎপত্তিস্থলে নাম সাংপো।বাংলাদেশে প্রবেশ কওে কুড়িগ্রামের ভিতর দিয়ে। ব্রহ্মপুত্র নদের পুরাতন প্রবাহ ময়মনসিংহের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ভৈরবের নিকটে মেঘনায় পতিত। ভূমিকম্পের কারণে ১৭৮৭ সালে কোন নদীর স্রোত পরিবর্তন হয়ে যমুনা নদী হয় – পুরাতন ব্রহ্মপুত্র।
ব্রহ্মপুত্র নদীর পূর্ব নাম কি – লৌহিত্য।
ধবলা ও দুধকুমার কোন নদেও উপনদী – ব্রহ্মপুত্র নদের।
বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে।দৈর্ঘ্যের দিক দিয়ে এই নদীর অবস্থান বিশ্বে২২তম (২৮৫০কিমি)।
15) পদ্মা: এ নদীর অপর নাম কীর্তিনাশা। পদ্মা নদীর উৎপত্তি স্থল গঙ্গোত্রী হিমবাহ। কুমির সদৃশ ঘড়িয়াল দেখা যায় কোথায় – পদ্মনদীতে। পদ্মা মেঘনার সাথে মিশেছে চাঁদপুরে।পদ্মার শাখা নদী হল ইছামতি, গড়াই, ভৈরব, কুমার, আড়িয়ার খাঁ।পদ্মার একমাত্র উপনদী মহানন্দা।পদ্মা বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী।
16) যমুনা: নদীর পূর্ব নাম কি – জোনাই। যমুনা নদী পদ্মা নদীতে পতিত হয় গোয়ালন্দে (+ব্রহ্মপুত্র সাথে)
17) মেঘনা: বরাক নদী সুরমা ও কুশিয়ারা নামে বিভক্ত হয়েছে সিরেট জেরার অমলশিদে।পুনরায় মিলিত হয়েছে মারকুলির নিকটে কালনি নামে।মেঘনার উপনদী তিতাস, গোমতী, মনু, বাউলাই।
18) বাংলাদেশের বৃহত্তম নদী সুরমা (৩৯৯কিমি)। কিন্তু সম্প্রতি এক তথ্যমতে মেঘনা।
19) ধলেশ্বরী নদীর শাখা নদী – বুড়িগঙ্গা
20) বুড়িগঙ্গানদীর পূর্বনাম কি – দোলাই নদী । ঢাকা শহরকে রক্ষা করার জন্য বুড়িগঙ্গার তীরে ব্যাকল্যান্ড বাঁধ দেয়া হয়। (মোঘল আমলে দেয়া হয় পোস্তাহবাঁধ)
21) হালদা নদীর উৎপত্তি কোথায় – খাগড়াছড়ির বদনাতলী পর্বতমালায়
22) বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং সমাপ্ত নদী সাঙ্গু ও হালদা।
23) বাংলাদেশের কোন নদীর নাম মানুষের নামে রাখা হয়েছে – রূপসা (রূপলাল সাহার নামে)
24) বাংলাদেশের কোন নদীতে জোয়ার ভাটা হয় না – কুমিল¬ার গোমতী নদীতে
25) এক কিউসেক বলতে কি বুঝায় – প্রতি সেকেন্ডে এক ঘনফুট পানির প্রবাহ
26) মহিলা নদী কোন জেলায় অবস্থিত – দিনাজপুর
27) কারখানা নদী কোন জেলায় অবস্থিত – পটুয়াখালী
28) তেতুলিয়া নদী কোথায় অবস্থিত – বাউফল, পটুয়াখালী
29) সুন্দরবনের পূর্বে কোন নদী – বলেশ্বর
30) সুন্দরবনের পশ্চিমে কোন নদী – রায়মঙ্গল
31) চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম – আত্রাই
32) বাংলাদেশের সবচেয়ে ছোট নদী – গোবরা (তেঁতুলিয়া), ৪ কিমি।
33) রংপুর জেলার উরে্লকযোগ্য নদনদী – তিস্তা, ঘাঘট, যমুনেশ্বরী, করতোয়া, চিকলী
34) নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় – ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হারুকান্দিতে (১৯৭৭)
35) বর্তমানে ঢাকা কতটি নদী দ্বারা বেষ্টিত – ৫টি (দক্ষিণে বুড়িগঙ্গা,পশ্চিমে তুরাগ, পূর্বে বালু ও শীতলক্ষা, উত্তরে টঙ্গী খাল বা টঙ্গী নদী)
36) জাফরাবাদ জলমহাল যে নামে পরিচিত – পদ্মা-মহানন্দা অভয়াশ্রম
37) বাংলাদেশ মায়ানমার অভিন্ন নদী ৩টি। বাংলাদেম মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম নাফ নদী। (দৈর্ঘ্য ৫৬কিমি)।মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে নাফ, সাঙ্গু ও সানকা।
38) দক্ষিণ তালপট্টি হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। (বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদী)
39) গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার সম্মিলিত নদীর অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্গত- ৩৩%।
40) ফারাক্কা বাধঁ বাংলাদেশের সীমান্ত থেকে ১৬.৫ কিমি দূরে অবস্থিত।
41) ভারত-বাংলাদেশের নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য দু’দেশের নদীগুলোর নাব্যতা রক্ষাকরা।
42) গঙ্গা নদীর পানিপ্রবাহ বৃদ্ধিও জন্য বাংলাদেশের প্রস্তাব নেপালে জলাধার নির্মাণ।
43) কুয়কাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১৮কিমি।
44) বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীমেঘনা।
45) মহানন্দা: বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করা একমাত্র নদী। উপনদী পূণর্ভবা, নাগর, কুলিখ, টাঙ্গন।
46) কর্ণফুলী: নদীর উৎস মিজোরামের লুসাই পাহাড়।
47) নদী পয়স্তি হল নদীর চরে নতুন করে চাষাবাদ করে যারা।
48) বাংলাদেশ ভারত নদী কমিশন গঠিত হয় কবে – ১৯৭২ সালে
49) দীর্ঘতম নদ- ব্রহ্মপুত্র (একমাত্র নদ) (দীর্ঘতম নদীর উত্তরে ব্রহ্মপুত্র থাকলে ব্রহ্মপুত্র-ই উত্তর হবে)
50) প্রশস্ততম নদী- যমুনা
51) সবচেয়ে খরস্রোতা নদী- কর্ণফুলী
52) বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী- পদ্মা
53) চলন বিলের মধ্য দিয় প্রবাহিত নদী- আত্রাই
54) জোয়ার-ভাঁটা হয় না- গোমতী নদীতে
55) প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র- হালদা নদী
56) বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী- নাফ
57) বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী- হাড়িয়াভাঙ্গা
58) বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে- আত্রাই
59) বরাক নদী বাংলাদেশে ঢুকেছে- সুরমা হয়ে (পরে মেঘনায় গিয়ে মিশেছে)
60) যমুনার সৃষ্টি হয়- ১৭৮৭ সালের ভূমিকম্পে
61) নদী সিকস্তি- নদী ভাঙনে সর্বস্বান্ত
62) নদী পয়স্তি- নদীর চরে যারা চাষাবাদ করে
63) ফারাক্কা বাঁধ- গঙ্গা নদীর উপরে (বাংলাদেশে এসে গঙ্গা ‘পদ্মা’ নাম নিয়েছে)
64) বাকল্যান্ড বাঁধ- বুড়িগঙ্গার তীরে (১৮৬৪ সালে নির্মিত)
65) টিপাইমুখ বাঁধ- বরাক নদীর উপরে (ভারতের মণিপুর রাজ্যে)
66) কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র- কর্ণফুলী নদীর উপর (১৯৬২ সালে নির্মিত)
67) চট্টগ্রাম বন্দর- কর্ণফুলী নদীর তীরে
68) মংলা (খুলনা) বন্দর- পশুর নদীর তীরে
69) মাওয়া ফেরিঘাট- পদ্মার তীরে
70) প্রধান নদীবন্দর- নারায়ণগঞ্জ
71) নদী গবেষণা ইন্সটিটউট- ফরিদপুর
72) নদী উন্নয়ন বোর্ড- ঢাকায়



বিভিন্ন নদীর পূর্বনাম
--------------------------
যমুনা ➟ জোনাই নদী
বুড়িগঙ্গা ➟ দোলাই নদী (দোলাই খাল)
ব্রহ্মপুত্র ➟ লৌহিত্য
পদ্মা ➟ কীর্তিনাশা
বিভিন্ন নদীর উৎপত্তিস্থল-
------------------------------------
নদী ➟ উৎপত্তিস্থল
পদ্মা ➟ হিমালয়ের গঙ্গৌত্রি হিমবাহ
ব্রহ্মপুত্র ➟ তিব্বতের মানস সরোবর
যমুনা ➟ তিব্বতের মানস সরোবার
মেঘনা ➟ আসামের লুসাই পাহাড়
কর্ণফুলী ➟ মিজোরামের লুসাই পাহাড়
বিভিন্ন নদীর মিলিতস্থল-
------------------------------
পদ্মা + মেঘনা ➟ চাঁদপুর
পদ্মা + যমুনা ➟ গোয়ালন্দ
সুরমা+কুশিয়ারা ➟ ভৈরব (আজমিরীগঞ্জ)
পুরাতন ব্রহ্মপুত্র + মেঘনা ➟ ভৈরব বাজার
নদী তীরবর্তী শহর ও গুরুত্বপূর্ণ/ঐতিহাসিক জায়গা-
------------------------------------------------------------
শহর/জায়গা ➟ নদী ; শহর/জায়গা ➟ নদী
ঢাকা ➟ বুড়িগঙ্গা ; সিলেট ➟ সুরমা
চট্টগ্রাম ➟ কর্ণফুলী ; মাদারীপুর ➟ পদ্মা
কুমিল্লা ➟ গোমতী ; বাংলাবান্ধা ➟ মহানন্দা
রাজশাহী ➟ পদ্মা ; টেকনাফ ➟ নাফ
মহাস্থানগড় ➟ করতোয়া ; বগুড়া ➟ করতোয়া
বরিশাল ➟ কীর্তনখোলা ; চন্দ্রঘোনা ➟ কর্ণফুলী
খুলনা ➟ রূপসা ; কাপ্তাই ➟ কর্ণফুলী
টঙ্গী ➟ তুরাগ ; গোপালগঞ্জ ➟ মধুমতী
চাঁদপুর ➟ মেঘনা ; ঘোড়াশাল ➟ শীতলক্ষ্যা
গাজীপুর ➟ তুরাগ ; টুঙ্গীপাড়া ➟ মধুমতি
সুনামগঞ্জ ➟ সুরমা ; লালবাগ কেল্লা ➟ বুড়িগঙ্গা
মংলা ➟ পশুর ; শরীয়তপুর ➟ পদ্মা
ভৈরব ➟ মেঘনা ; রাজবাড়ি ➟ পদ্মা
রংপুর ➟ তিস্তা ; নোয়াখালি ➟ মেঘনা ও ডাকাতিয়া
টাঙ্গাইল ➟ যমুনা ; মানিকগঞ্জ ➟ যমুনা
পঞ্চগড় ➟ করতোয়া ; নরসিংদী ➟ মেঘনা ও শীতলক্ষ্যা
কক্সবাজার ➟ নাফ ; ব্রাহ্মণবাড়িয়া ➟ তিতাস
নাটোর ➟ আত্রাই ; রংপুর ➟ তিস্তা
দৌলতদিয়া ➟ পদ্মা ; গোয়ালন্দ ➟ পদ্মা
কুষ্টিয়া ➟ গড়াই ; তিনবিঘা করিডোর ➟ তিস্তা




Read More »

Sunday, March 5, 2017

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ ২০০টি প্রশ্ন ( পর্ব ২ )

101) কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ? নিউক্লিয়াস
102) ক্যালকুলাস কে আবিস্কার করেন ? নিউটন
103) ক্রোমোজোমে কোন কোন মৌলিক পদার্থ থাকে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম , লৌহ
104) ক্রোমোজোমের প্রোটিন কয় প্রকার ।? ২ প্রকার। ১. হিস্টোন ২. নন-হিস্টোন
105) ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী ? ডলি .
106) ক্লোনিং কত প্রকার? ৩প্রকার । জিন , সেল, জীব ক্লোনিং।
107) ক্লোরিন প্রকৃতিতে কিভাবে থাকে ? গ্যাসীয় অবস্থায়
108) ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন ? ভিটামিন-কে ] 109) ক্ষার লাল লিটমাস পেপারকে কী করে ? নীল করে
Read More »

Friday, March 3, 2017

Instructions for exams

নির্দেশনা :

  • পরীক্ষার শুরুতে ডান পাশের স্টপওয়াচটি চালু করে নিন এবং নির্দিষ্ট সময়ে পরীক্ষা সম্পন্ন করুন। 
  • বই, নোট বা অন্য কোন কিছুর সাহায্য নেয়া থেকে বিরত থাকুন। এটি আপনার নিজেকে যাচাই করার পরীক্ষা।
  • প্রতি সঠিক উত্তরের জন্য ১ নম্বর যোগ করুন এবং ভুল উত্তরে ০.৫ নম্বর প্রাপ্ত নম্বর থেকে বিয়োগ করুন।
  • সঠিক উত্তর প্রশ্নের নিচের বোতাম চাপলে দেখা যাবে। আপনার প্রাপ্ত নাম্বার Comment এ লিখুন। 
  • প্রশ্নের উত্তর দেয়ার জন্য OMR sheet ব্যবহার করুন। 



OMR sheet for 200 MCQ exam.



Read More »

Wednesday, March 1, 2017

দৈনন্দিন বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ ২০০টি প্রশ্ন ( পর্ব ১ )

1) আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। (১০ তম BCS )
2) উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার।(২২ তম BCS)
3) এনজিও প্লাষ্টি হচ্ছে হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো। (২১ তম BCS)
4) কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য লৌহ (১০তম বিসিএস)।
5) কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন (২০তম বিসিএস)।
6) কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে (১৬তম বিসিএস)।
7) কার্বুরেটর থাকে যে ইঞ্জিনে পেট্রোল ইঞ্জিনে (২৭তম বিসিএস)।
Read More »