Monday, February 27, 2017

সম্প্রতি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা কিছু প্রশ্ন ( পর্ব ২ )

১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (কলেজ) – ২০১৬ (সাধারণ জ্ঞান)

২৬। সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন?

উ: ধর্মপাল

২৭। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম কি?

উ: হান্টার কমিশন

২৮। পারকী সমুদ্রসৈকত কোথায় অবস্থিত?

উ: চট্টগ্রাম

২৯। বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত যে দেশের রাষ্ট্রভাষা করা হয়েছে-

উ: সিয়েরালিওন

৩০। বঙ্গবন্ধু ৬-দফা দাবি পেশ করেন কত সালে?
উ: ১৯৬৬ সালে
৩১। ১৯৪৮ সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন?
উ: ধীরেন্দ্রনাথ দত্ত
৩২। সম্প্রতি সুন্দরবন এলাকায় কোন নদীতে কয়লাবাহী কার্গো ডুবে যায়?
উ: শ্যালা
৩৩। উয়ারি-বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া গিয়েছে?
উ: নরসিংদী
৩৪। সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে প্রায়-
উ: ৮ মিনিট (সাড়ে ৮ মিনিট)
৩৫। বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত?
উ: ১৭৫ জন
৩৬। বাংলাদেশের ‘জাতীয় গ্রন্থাগার’ কোথায় অবস্থিত?
উ: আগারগাঁও
৩৭। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন-
উ: এটর্নি জেনারেল
৩৮। টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র শতরানকারী?
উ: তামিম
৩৯। সম্প্রতি বাংলাদেশে কোন বিরল রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে?
উ: ট্রিম্যান
৪০। বাংলাদেশে প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টা কোথায় অবস্থিত?
উ: চট্টগ্রাম
৪১। বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ “অসমাপ্ত আত্মজীবনী’ সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে?
উ: চীনা
৪২। সম্প্রতি নাসায় (NASA) কর্মরত কোন বাংলাদেশী জ্যোতির্বিজ্ঞানী নতুন পাঁচটি নক্ষত্র আবিষ্কার করেছেন?
উ: রুবাব খান
৪৩। বাংলাদেশে প্রথম চায়ের চাষ হয়-
উ: সিলেটের মালানী ছড়ায়
৪৪। ডাউন সিনড্রোম বলতে বুঝানো হয়-
উ: গর্ভস্থ শিশুর অপরিণত বিকাশ
৪৫। তৎকালীন পাকিস্তানে শিক্ষা আন্দোলন হয় কত সালে?
উ: ১৯৬২ সালে
৪৬। বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহল ছিল?
উ: ১১১টি
৪৭। বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী-
উ: কার্বন মনোক্সাইড
৪৮। জিকা ভাইরাস কোন দেশে সর্বপ্রথম ছড়ায়?
উ: ব্রাজিল
৪৯। মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিতকণিকার অনুপাত-
উ: ১:৭০০
৫০। ফেসবুক প্রতিষ্ঠা করা হয় কত সালে?
উ: ২০০৪ সালে। 



সাধারণ বীমা কর্পোরেশন: জুনিয়র অফিসার ২০১৬ (সাধারণ জ্ঞান)

১. সুন্দরবনকে ‘World Heritage Site’ হিসেবে ঘোষনা করেছে-
@@UNESCO///UNICEF///UNDP///UNFPA
২. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে আখ্যা দিয়েছিল?
টাইম///ইকোনোমিষ্ট///ইকোনোমিক এন্ড পলিটিক্যাল উইকইলি///@@নিউজউইক্
৩. ‘Global Terrorism Index’ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র-
সিরিয়া///@@ইরাক///সুদান///সোমালিয়া
৪. বর্তমানে বাংলাদেশে মোট কয়টি বীমা প্রতিষ্ঠান রয়েছে?
৫৭///৭৮///৭৬///৭৫
৫. মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
ভয়েস টেলিফোনি///মোবাইল টিভি///@@ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা///ভিডিও কল
৬. বাঙ্গলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
গৌর দাস///@@চার্লস উইল্কিন্স///পঞ্চানন কর্মকার/// গঙ্গাকিশোর ভট্টাচার্য
৭. ‘মানব উন্নয়ন সূচক ২০১৫’ র্যাংকিংয়ে বিশ্বে প্রথম দেশ কোনটি?
@@নরওয়ে///অস্ট্রেলিয়া///কানাডা///আমেরিকা
৮. ‘বীর প্রতিক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা-
@@উইলিয়াম এ এস ওডারল্যান্ড///মার্ক টালি/// আন্দ্রে মালরো///এডওয়ার্ড কেনেডি
৯. বাংলাদেশের কোন চিত্রশিল্পী ফ্রান্সের সর্বোচ্চ উপাধি ‘Knight in order of Fine Arts and Humanities’ লাভ করেন?
@@শাহাবুদ্দিন আহমেদ///কামরুল হাসান///এস এম সুলতান///জয়নুল আবেদিন
১০. World Trade Organization (WTO)- এর বর্তমান প্রধানের নাম কি?
বান কি মুন///হারুহিকো কারোদা///@@রবার্তো কার্ভালহো আজেভিদো///ইসমত কসিমভ


সাধারণ বীমা: সহকারী ব্যবস্থাপক ২০১৬ সাধারণ জ্ঞান


৪১. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
উ: এ.এন. সাহা
৪২. বাংলাদেশের কোন নারী সম্প্রতি পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকার জন্য ‘ওয়াঙ্গারী মাথাই’ পুরস্কার পেয়েছেন?
উ: খুরশীদা বেগম।
৪৩. মূল্য সংযোজন কখন থেকে চালু করা হয়?
উ: ১ জুলাই ১৯৯১
৪৪. আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
উ: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
৪৫. বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট-
উ: জিম ইয়ং কিম
৪৬. সাধারণ বীমা কর্পোরেশন কবে প্রতিষ্ঠা লাখ করে?
উ: ১৪ মে ১৯৭৩।
৪৭. ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’ কোন অঞ্চল নিয়ে গঠিত?
উ: মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস।
৪৮. বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানীগুলোর ক্রেডিট
রেটিং এ কোন পদ্ধতি অনুসরণ করা হয়?
উ: CAMELS
৪৯. “I have not seen the Himalays, I have seen Sheikh Mujib” উক্তিটি কার?
উ: ফিদেল কাস্ত্রো
৫০. প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মাত্রার ভিত্তিতে পরিমাপকৃত World Risk Index, 2016 অনুযায়ী বাংলাদেশ বিশ্বের কততম ঝুঁকিপূর্ণ দেশ?
উ: পঞ্চম
ইসলামী ব্যাংক: ফিল্ড অফিসার ২০১৬ (সাধারণ জ্ঞান)
১৩. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. সেলিনা রহমান ঘ. জমীম উদদীন
উ: খ
১৪. বর্তমানে যে যে নোট সরকারী মুদ্রা-
ক. ১,২ ও ৫ টাকা খ. ১,২ ও ১০ টাকা গ. ৫, ১০ ও ২০ টাকা ঘ.১, ২ ও ১০ টাকা
উ: ক
১৫. বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার-
ক. ১.২% খ. ১.৫% গ. ২.২% ঘ. ২.৫%
উ: ১.২%
১৬. সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী?
ক. কুতুবদিয়া খ. সোনাদিয়া গ. জিনজিরা ঘ. নিঝুম দ্বীপ
উ: জিনজিরা
১৭. ২০১৬ সালে কোন সংস্থা স্বাধীনতা পুরস্কার লাভ করে?
ক. বাংলাদেশ নৌবাহিনী খ, বাংলাদেশ সেনাবাহিনী গ. বাংলাদেশ বিমানবাহিনী
উ: ক
১৮. পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়?
ক. ক্যারিবিয়ান সাগর খ. ভারত মহাসাগর গ. ভূমধ্য সাগর ঘ. আরব সাগর
উ: ক
১৯. হরোপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত?
ক. রোমান খ. গ্রীক গ. সিন্ধু ঘ. চৈনিক
উ: গ
২০. Six Machine কোন ক্রিকেটারের আত্নজীবনী?
ক. ক্রিস গেইল খ. শচীন টেন্ডুলকার গ. শহীদ আফ্রিদি ঘ.সাকিব আল হাসান
উ: ক
২১. ফিফা র্যাংকিং এর বর্তমান শীর্ষ দেশ?
ক. বেলজিয়াম খ. আর্জেন্টিনা গ. ব্রাজিল ঘ.জার্মানি
উ: আর্জেন্টিনা
২২. ধান উৎপাদনে বাংলাদেশ কততম?
ক. চতুর্থ খ. পঞ্চম গ. ষষ্ঠ ঘ. সপ্তম
উ: ক
২৩. পানামা খাল কোন মহাদেশে?
ক. এশিয়া খ. উত্তর আমেরিকা গ. দক্ষিণ আমেরিকা ঘ.আফ্রিকা
উ: খ
২৪. ভুটানের মুদ্রার নাম কি?
ক. ক্রোনা খ. রুপিয়া গ. গুলট্রাম ঘ. গোর্দি
উ: গ


গণপূর্ত অধিদপ্তর: অফিস সহকারী ২০১৬ (সাধারণ জ্ঞান)


১. কোন দুই মাস নিয়ে হেমন্ত ঋতু হয় ?
ভাদ্র-আশ্বিন///আশ্বিন-কাতিক///@@কার্তিক-অগ্রহায়ণ///ফাল্গুন -চৈত্র
২. মুজিবনগর দিবস কবে পালন করা হয়
১৫ ডিসেম্বর///১৪ ডিসেম্বর///১৯ ডিসেম্বর///@@১৭এপ্রিল
৩. দেশের একমাত্র পুলিশ একাডেমি কেন্দ্র অবস্থিত?
ঢাকা///@@রাজশাহী///খুলনা///সিলেট
৪. ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম
দীনবন্ধু মিত্র//@@/রবীন্দ্রনাথ ঠাকুর///প্রমথ চৌধুরী///জীবনানন্দ দাশ
৫. ১৯৯৯ সালে একদিনের বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে?
ওয়েস্ট ইন্ডিজ///@@ইংল্যান্ড///দক্ষিন আফ্রিকা///ভারত
৬. বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশ কোনটি ?
@@ চীন///ভারত///যুক্তরাষ্ট্র///জাপান
৭. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে?
আপেল মাহমুদ।///আবদুল গাফফার চৌধুরী///@@আলতাফ মাহমুদ///দেবু ভট্টাচার্য
৮. বাংলাদেশের জাতীয় খেলা কোনটি ?
ফুটবল///@@ কাবাডি///ক্রিকেট /// বোঁচি
৯. নিচের কোনটি দ্বীপদেশ ?
আফগানিস্তান ///লিবিয়া///@@ শ্রীলঙ্কা /// নেপাল
১০. সার্কের (SAARC) সদর দপ্তর কোথায় অবস্থিত ?
দিল্লি///ঢাকা///কলম্বো///@@কাঠমুন্ডু
১১. মুক্তিযুদ্ধে ঢাকা কত নম্বর সেক্টরের অন্তর্গত ছিল ?
৩///@@২///৪///৫
১২. বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি?
ধর্মীয় ঐক্য///ভাতৃত্ব///@@ঐক্য ও সংহতি///শৃঙ্খলাবোধ
১৩. জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
৩ঃ২///৪ঃ৩///@@৫ঃ৩///৫ঃ৪
১৪. তিস্তা বাধ কোন জেলায় অবস্থিত ?
পঞ্চগাঁও ///ঠাকুরগাঁও///@@লালমনিরহাট/// দিনাজপুর ﺁ
১৫. শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালাটি কোথায় ।
ঢাকায়/// রাজশাহীতে ///@@ময়মনসিংহে ///চট্টগ্রামে
১৬. বাংলাদেশের সরকার প্রধানকে কী বলা হয়?
রাষ্ট্রপতি///@@প্রধানমন্ত্রী///প্রধান বিচারপতি///স্পিকার
১৭. BRICS’-এর সদস্য নয় কোন দেশ ?
রাশিয়া///@@দক্ষিণ কোরিয়া///চিন///ভারত
১৮.. বাংলাদেশের খরস্রোতা নদী -
পদ্মা///মেঘনা///@@কর্ণফুলি///যমুনা
১৯, মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন
ভারত///আলজেরিয়া///@@আলবেনিয়া///ফ্রান্স
২০. ইউরোপীয় বণিকদের মধ্যে করা প্রথমে বাংলায় এসেছিল
ইংরেজ///ওলন্দাজ///ফরাসি///@@পর্তুগিজ


ব্যাংক এশিয়া ট্রেইনি অফিসার নিয়োগ পরীক্ষা ২০১৬: প্রশ্ন ও সমাধান (সাধারণ জ্ঞান)


36. Which of the following book is written by Rabindranath Tagore?
a) Rakta Karobi b) Ananda Math c) Durgesh Nandini d) Pather Panchali
Ans: Rakta Karobi
37. Which of the following is the currency of Thailand?
a) Rupee b) Ringitt C) Lira d) Bath
Ans: Bath
38. NNP stands for-
a) Net Nominal Price
b) Net National Product
c) Net National Profit
d) Net Nominal Product
Ans: Net National Product
39. Where the “Statue of Liberty” is located?
a) New York b) California c) Boston d) New Jersey
Ans: New York
40. Which organization does regulate the Banking Industry
of Bangladesh?
a) IDRA b) EPB c) BB d) MRA
Ans: BB
41. Juan Manuel Santos, the winner of Nobel Peace Prize 2016, is the president of......
a) Colombia b) Cameron c) Brazil d) Nigeria
Ans: Colombia
42. Sustainable Development Goals (SDG) are supposed to be achieved by----
a) 2020 b) 2015 c) 2030 d) 2035
Ans: 2030
43. Which country became champion in the ‘Copa America Football Tournament-2016?
a) Argentina b) Brazil c) Chili d) Peru
Ans: Chili
44. Milk is poor source of-
a) vitamins b) protein c) iron d) calcium
Ans: Iron
45. Dengue fever is caused by-
a) virus b) bacteria c) fungi d) protozoa
Ans: Virus
46. The name of the capital of Finland is....
a) Geneva b) Hague c) Helsinki d) Berlin
Ans: Helsinki





ATEO 2016 সাধারণ জ্ঞান

৭৬। বাংলাদেশের বৃহত্তম জেলা – রাঙামাটি
৭৭। সাধারণ তাপমাত্রায় বায়ুচাপে পানি - ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড
৭৮। সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবাহী -রুপা
৭৯। কোন গ্যাস অগ্নি নির্বাপক - কার্বন ডাই অক্সাইড
৮০। দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু - বঙ্গবন্ধু সেতু
৮১। বাংলা গদ্যের জনক - সঠিক উত্তর নেই।
৮২। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি - হামিদুর রহমান
৮৩। তামাকে সর্বাপেক্ষা বিষাক্ত বস্তু - নিকোটিন
৮৪। ভেটো - ল্যাটিন শব্দ-আমি মানি না
৮৫। বাংলা ভাষায় কোরান অনুবাদ করেন - গিরীশ চন্দ্র সেন
৮৬। বাংলাদেশের জাতীয় সংসদের আসন - ৩৫০
৮৭। বাংলাদেশের জাতীয় উদ্যানের নাম – সোহরাওয়ার্দী উদ্যান
৮৮। সেন্ট মার্টিন - বাংলাদেশের একটি দ্বীপ
৮৯। পৃথিবীর প্রথম সৃষ্ট জীব - এমিবা
৯০। GMT - পৃথিবীর মধ্যভাগের সময়
৯১। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় – জুন ২০১২
৯২। মুজিবনগর এর পূর্ব নাম - বৈদ্যনাথতলা
৯৩। সংসদ ভবনের স্থপতি - লুই আই কান
৯৪। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় - ১৬ ডিসেম্বর ১৯৭২
৯৫। বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার - কামরুল হাসান
৯৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য – পি জে হার্টজ
৯৭। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র - হালদা নদী
৯৮। তিয়েন ইয়েনমেন স্কোয়ার অবস্থিত - বেইজিং
৯৯। বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের - ৪৪তম
১০০। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করা হয়- পরিবেশ বিষয়ক


সাব-রেজিস্ট্রার নিয়োগ পরীক্ষা ২০১৬: সাধারণ জ্ঞান

৭৬) সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশের কোন সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? Ans: ২৮(২)
৭৭) ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত? Ans: ৪টি
৭৮) মানবসম্পদ সূচকে (HDI) বাংলাদেশের অবস্থান কত? Ans: ১৪২তম
৭৯) হাকালুকি হাওড় কোন জেলায় অবস্থিত? Ans: মৌলভীবাজার
৮০) বাংলাদেশে জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালন করা হয়? Ans: ১৫ সেপ্টেম্বর
৮১) ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত? Ans: তিতাস
৮২) ২০১৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি কোনটি? Ans: এসডিজি
৮৩) বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্র্মণ করেন? Ans: ১৩৪৫
‘৮৪) ‘Statue of Peace’ কোথায় অবস্থিত? Ans: নাগাসাকি
৮৫) বিশ্বের প্রথম মহিলা প্রধা্নমন্ত্রী কে? Ans: শ্রীমাভো বন্দরনায়েক
৮৬) যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়? Ans: ১৮৬৩
৮৭) কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ কোনটি? Ans: মায়া কাজল
৮৮) ‘ইয়াং বেঙ্গল’ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? Ans: ডিরোজিও
৮৯) হার্ডিঞ্জ ব্রিজ কোন জেলায় অবস্থিত? Ans: কুষ্টিয়া-পাবনা
৯০) ২০১৫ সালে ‘World Food Prize’ কে পেয়েছেন? Ans: স্যার ফজলে হাসান আবেদ
৯১) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র কত
বছরের জন্য নির্বাচিত হয়? Ans: ২ বছর
৯২) Schengen Area ভুক্ত দেশ নয় কোনটি? Ans: ব্রিটেন
৯৩) রাশিয়ার পার্লামেন্টের নিম্নক্ষের নাম কি? Ans: ডুমা
৯৪) রাষ্ট্রের উপাদান নয় কোনটি? Ans: সামাজিক ন্যায়বিচার
৯৫) ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সনে ঘটে? Ans: বাংলা ১১৭৬ সনে
৯৬) হাজী মোহাম্মদ মহসীন এর বাড়ি কোথায়? Ans: হুগলী
৯৭) ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি? Ans: তুরস্ক
৯৮) মুজিবনগর সরকার গঠিত হয় কবে? Ans: ১০ এপ্রিল ১৯৭১
৯৯) বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? Ans: ২টি
১০০) ড্রোন কি? Ans: চালকবিহীন বিমান


13th NTRCA School Level


৫১. বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে?
Ans: ২টি
৫২.গারো পাহাড় কোন জেলায় অবস্থিত ?
Ans: ময়মনসিংহ
৫৩. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিউট কোথায়
অবস্থিত
Ans: ফরিদপুরে
৫৪. বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?
Ans: দিনাজপুরে (নিশ্চিত না)
৫৫. বাংলাদেশ কমনওয়েলথ এর কত তম সদস্য রাষ্ট্র?
Ans: ৩২ তম (সঠিক উত্তর নেই)
৫৬. বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো
ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে?
Ans: ষাট গম্বুজ মসজিদ
৫৭. সুইফট কোডের সংখ্যা কত?
Ans: ৮
৫৮. HTML এর পূর্ণরুপ কি?
Ans : HYPER TEXT Mark Up Language
৫৯. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?
Ans: সম্রাট আকবর
৬০. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
Ans: হামিদুর রহমান
৬১. মালেশিয়ার মুদ্রার নাম কি?
Ans: রিংগিত
৬২. হিউম্যান পেপিলোমা কি?
Ans: ভাইরাস
৬৩. নিরাপদ মাতৃত্ব দিবস কবে?
Ans: ২৮ মে
৬৪. ইনসুলিন কে আবিষ্কার করেন?
Ans: ফ্রেডরিক বেন্টিং (সঠিক উত্তর নেই )
৬৫. টেস্ট ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি করেন কে?
Ans: ব্রেন্ডন ম্যাককালাম
৬৬. মহাকর্ষীয় তরঙ্গের আবিস্কারক দীপঙ্কর তালুকদারের নিজ জেলা কোনটি
Ans: বরগুনা
৬৭. বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কত তম?
Ans: চতুর্থ
৬৮. কোন জেলাকে শস্যভান্ডার বলা হয়?
Ans:বরিশাল
৬৯. ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে?
Ans: ১৭ই নভেম্বর ১৯৯৯
৭০. কিসের অভাবে গলগন্ড রোগ হয়
Ans: আয়োডিন
৭১. লাল গ্রহ কাকে বলা হয়?
Ans: মঙ্গল
৭২. এপিকালচার কি?
Ans: মৌমাছি পালন বিদ্যা
৭৩. সিস্মগ্রাফ কি?
Ans: ভুমিকম্প মাপন যন্ত্র
৭৪. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?
Ans: ভারত
৭৫. আরেক ফাল্গুন গ্রন্থটির রচয়িতা কে?
Ans: জহির রায়হান