Friday, June 30, 2017

14th BCS

Q. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী- এটি কার ঘোষণা?
Ans. দুদু মিয়া
Q. ১৯৫২ সালের তত্কালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?
Ans. এক নতুন জাতীয় চেতনার
Q. বাংলাসাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্হ কোনটি?
Ans. বসন্ত কুমারি
Q. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
Ans. প্রমথ চৌধুরী
Q. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
Ans. ফকির গরীবুল্লাহ
Q. কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?
Ans. কুচবরণ কণ্যা
Q. ‘বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে, যাবে কত যামিনী’- এই কবিতাংশটুকুর কবি কে?
Ans. কাজী নজরুল ইসলাম
Q. কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?
Ans. ১৯০৩-১৯৭৬ ইং
Q. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-
Ans. ভবিষ্যত বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
Q. বাংলা ভাষার আদি স্তরের স্হিতিকাল কোনটি?
Ans. দশম থেকে চতুর্দশ শতাব্দী
Q. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?
Ans. ঈশ্বরচন্দ্র গুপ্ত


Q. শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?
Ans. ২৫,০০০ টাকা
Q. দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশী। সংখ্যাটি উহার অংকদ্বয়ের সমষ্টির তিনগুন অপেক্ষা ৪ বেশী। সংখ্যাটি কত?
Ans. ২৫
Q. এক গোয়ালা তার n সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্নলিখিত ভাবে বন্টন করে দিল। প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ, তৃতীয় পুক্রকে ১/৫ অংশ এবং বাকি ৭ টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত?
Ans. ১৪০
Q. এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?
Ans. ১০০ কিলোগ্রাম
Q. কোন মাধ্যম শব্দের গতি সবচেয়ে কম?
Ans. বায়বীয় পদার্থে
Q. দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রং এর আলোর?
Ans. বেগুনি
Q. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
Ans. প্রতিধ্বনি
Q. একটি ঘড়িতে ৬ টার ঘন্টাধ্বণি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে। ঐ ঘড়িতে ১২ টার ঘন্টাথ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? (ঘন্টাথ্বনি সমান সময় ব্যবথানে বাজে)
Ans. ১০ সেকেন্ড
Q. ‘এভিকালচার’ বলতে কি বোঝায়?
Ans. পাখি পালন বিষয়াদি
Q. কোন রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
Ans. কালো
Q. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়িতে করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?
Ans. গাড়ির মধ্যেই বসে থাকবেন
Q. কোথায় সাতার কাটা সহজ?
Ans. সাগরে
Q. সাধারন বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়?
Ans. নাইট্রোজেন
Q. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাড়ান ব্যাক্তির কাছে বাঁশীর কম্পনাঙ্ক
Ans. আসলের চেয়ে বেশী হবে
Q. The walls of our house have been painted ___green.
Ans. no preposition
Q. কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত?
Ans. আট কপালে
Q. যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?
Ans. দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
Q. ‘রাবণের চিতা’ বাগধারা টির অর্থ কী?
Ans. চির অশান্তি
Q. মৌলিক শব্দ কোনটি?
Ans. গোলাপ
Q. যার কোন মূল্য নেই,তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয়?
Ans. ঢাকের বাঁয়া
Q. বাংলা লিপির উৎস কী?
Ans. ব্রাহ্মী লিপি
Q. কোনটি বিশেষণ বাক্যের শব্দ?
Ans. জীবনী
Q. ধ্বনি নির্দেশক প্রতীক
Ans. ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
Q. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
Ans. নদী
Q. ঘোড়াশাল সার কারখানার উৎপাদিত সারের নাম কি?
Ans. ইউরিয়া
Q. প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস(World habitat day) পালিত হয়?
Ans. প্রথম সোমবার
Q. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
Ans. বাংলা ১১৭৬
Q. বাংলাদেশর মত্স আইনে কত সে.মি কত দৈর্ঘ্যর রুই মাছের পোনা মারা নিষেদ?
Ans. ২৩
Q. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মান কারখানা কোথায় অবস্থিত?
Ans. খুলনা
Q. নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
Ans. মারমা
Q. কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠী কে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে?
Ans. গ্রামীণ ব্যাংক
Q. চন্দ্রঘোনা কাগজ কলের কাঁচামাল কি?
Ans. বাঁশ
Q. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?
Ans. ইয়েন
Q. ক্যাটালন কোন দেশের ভাষা?
Ans. স্পেন
Q. পপি উত্পাদনের ক্ষেত্রে কোন দেশ গুলোকে ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ বলা হয়?
Ans. মায়ানমার, থাইল্যান্ড, লাওস
Q. তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?
Ans. ১৯৬৬ সালের ১০ জানুয়ারী
Q. বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে?
Ans. লিওনার্দো দ্যা ভিঞ্চি
Q. কোন দেশটি আরব দেশের অর্ন্তভুক্ত নয়?
Ans. ইরান
Q. কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়?
Ans. সংস্কৃতি
Q. জার্মানি ব্যাতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?
Ans. অষ্ট্রিয়া
Q. রাজিব গান্ধীকে হত্যার জন্য বোমা বহন কারী আত্নঘাতী মহিলার নাম কি?
Ans. ধানু
Q. কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?
Ans. IMF
Q. কোনটি ‘ওআইসি’(OIC) এর অংগ সংস্থা নয় ?
Ans. ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
Q. কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
Ans. ১৯৬৬
Q. মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?
Ans. ১০ এপ্রিল,১৯৭১
Q. কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যর রাজা ও রাণীকে তাদের রাষ্ট্র প্রধান হিসেবে স্বীকার করে?
Ans. অষ্ট্রেলিয়া


Q. A speech full of too many words is-
Ans. A verbose speech
Q. To meet trouble half way means-
Ans. To be puzzled
Q. What is the meaning of the idiom ‘a round dozen’?
Ans. A full dozen
Q. You should “show good manners” in the company of young ladies- Which is the appropriate phrase for the underlined expression above?
Ans. Behave gently
Q. Trying unitedly we were able to have our project approved ‘against’ strong oppositions. which of the following says nearly the same as ‘against’ above?
Ans. In the teeth of
Q. Not many people can commit such a heinous crime ‘in cold blood’. What does the quoted idiom mean?
Ans. In cool brain and calculeted thought
Q. People who assume that no evil can befall them are foolishly-
Ans. Complacent
Q. One who unduly forwards in rendering services for others is not generally liked in society- Which of the following words represents truly the character of the person mentioned here?
Ans. Officious
Q. ‘Dog day’ means-
Ans. hot weather
Q. What kind of man is quite the opposite type of “supercilious”?
Ans. Affable
Q. ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংলটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০০ কোণে স্পর্শ করলো খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল?
Ans. ৬ ফুট
Q. How many eggs have your hens _ this month?
Ans. laid
Q. Can you tell me where ________?
Ans. Mr. Ali lives
Q. Now-a-days many villages are lit —– Electricity. Which is the correct preposition in the above blank?
Ans. with
Q. বাংলাদেশর সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
Ans. ১২ অক্টোবর,১৯৭২
Read More »

Sunday, June 25, 2017

13th BCS

Q. পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
Ans. ১৯৫০
Q. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Ans. খাজা নাজিমুদ্দীন
Q. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সুরকার কে?
Ans. আলতাফ মাহামুদ
Q. আওয়ামী লীগের ছয়দফা কোন সালে পেশা করা হয়েছিল?
Ans. ১৯৬৬
Q. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রে নাম-
Ans. গোবিন্দলাল ও রোহিনী
Q. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
Ans. ১৯৬১ সালে
Q. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
Ans. সাত সাগরের মাঝি-ফররুক আহমদ
Q. জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ?
Ans. ধূসর পান্ডুলিপি
Q. কোনটি ঐতিহাসিক নাটক?
Ans. রক্তাক্ত প্রান্তর
Q. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে?
Ans. সনেটে
Q. ‘মোসলেম ভারত’ নাটক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন?
Ans. মোজাম্মেল হক
Q. মানিক বন্দ্যোপাধায়ের ‘পদ্মানদীর মাঝি’ নামক উপ্যনাসের উপজীব্য-
Ans. জেলে-জীবেনর বিচিত্র সুখ-দুঃখ
Q. একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০%কমতি এবং পরপর ৩৬% ও ৪%কমতির পাথর্ক্য কত টাকা?
Ans. ১৪৪
Q. কোন পরীক্ষায় একজন ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলির ১/৩ অংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০%প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তেব ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?
Ans. ৫০ টি
Q. ৩২ এর ২ ভিত্তিক লগারিদম কত?
Ans.
Q. একটি গোল মুদ্রা টেবিলে রাখা হল।এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুইপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
Ans.
Q. বালক ও বালিকা একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে।প্রথম বালক ৫ জন বালিকার সংঙ্গে খেলছে,দ্বিতীয় বালক ৬ জন বালিকার সংঙ্গে খেলছে;এভাবে শেষ বালক সবকটি বালিকার সংঙ্গে খেলছে।যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে তবে b এর মান কত?
Ans. b=g-4
Q. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
Ans. লোহা
Q. কোনস্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ৯ গুন বাড়লে একটি সরলদোলকের দলকের দোলনকাল কত গুন বারবে বা কমবে?
Ans. ৩ গুন কমবে
Q. কোনটি চৌম্বক পদার্থ?
Ans. কোবাল্ট
Q. উচ্চ পর্বতের চুড়ায় ওঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে;কারণ উচ্চ পর্বত চূড়ায় –
Ans. বায়ুর চাপ কম
Q. সমটানসম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?
Ans. অর্ধেক হবে
Q. পারমাণবিক বোমার আবিষ্কারক কে?
Ans. ওপেনহেমার
Q. সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
Ans. অবতল
Q. একজন সাধারন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
Ans. ২০৬
Q. একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিন পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে।লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল ছিল?
Ans. ৭৫
Q. তরল অধাতু
Ans. ব্রোমিন


Q. We(not have) a holiday since the beginning of the year. which of the following verb forms does best complete the above sentence?
Ans. have not had
Q. If I were you, I (handle) the situation more carefully. which of the following verb forms does best complete the above sentence?
Ans. would handle
Q. It’s time(you, realize) your mistakes. which of the following verb forms does best complete the above sentence?
Ans. you realized
Q. ‘The Rainbow ‘is -.
Ans. a novel by D.H. Lawrence
Q. ‘Tom Jones’ by Henry Fielding was first published in -.
Ans. the 1st half of 18th century
Q. The literary work ‘Kuble Khan’is -.
Ans. a verse by Coleridge
Q. T.S. Eliot was born in -.
Ans. U.S.A
Q. what was the real name of the great American short story writer ,’O’Henry?
Ans. William sydeney porter
Q. গোঁফ-খেজুরে’ -এ বাগ্‌ধারাটির অর্থ কী?
Ans. নিতান্ত অলস
Q. কোন দুটি অঘোষ ধ্বনি?
Ans. চ,ছ
Q. কোন বাক্যে ‘ঢাক্‌ ঢাক্‌ গুডু গুডু’ প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?
Ans. ঢাক্ ঢাক্ গুড় গুড় করে কী লাভ,আসল কথাটি বল
Q. যা পূর্বে ছিল এখন নেই’ -এক কথায় কী হবে?
Ans. ভূতপূর্ব
Q. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে?
Ans. লেখাপড়া কর,নতুবা ফেল করবে
Q. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
Ans. আমি দুপুরে ভাত খাই
Q. ‘বন্যেরা বনে সুন্দর,শিশুরা মাতৃক্রোড়ে’-এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে-
Ans. জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
Q. কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে?
Ans. ওরা কী করে
Q. মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত-
Ans. হাসি মাখা মুখ- হাসিমুখ
Q. ‘শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির;লিখে রেখ,একবিন্দু দিলেম শিশির’।-এ অংশটুকুর মূল পতিপাদ্য-
Ans. অকৃতজ্ঞতা
Q. বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ?
Ans. হাতি/হাতী
Q. প্রাচীন পুণ্ড্র বর্ধন কোথায় অবস্থিত?
Ans. মহাস্থানগড়
Q. সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার ?
Ans. ১০০০০
Q. রাজশাহী বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়?
Ans. ১৯৫৩
Q. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
Ans. চাঁপাইনবাবগঞ্জ
Q. বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?
Ans. ২৭ ফেব্রুয়ারি
Q. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
Ans. কৈলাশ
Q. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কী?
Ans. গারো
Q. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অনস্থিত?
Ans. বুড়িগঙ্গা
Q. চলন বিল কোথায় আবস্থিত?
Ans. পাবনা ও নাটোর জেলায়
Q. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?
Ans. ১৬.৫ কি:মি:
Q. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
Ans. লালমনিরহাট
Q. বাংলাদেশের চিকিৎসক (ডিগিপ্রাপ্ত) প্রতি জনসংখ্যা কত?
Ans. প্রায় ৪৫৭২
Q. পূর্ব ও পশ্চিম জার্মানি একত্রীকরণ হয়——?
Ans. ১৯৯০
Q. ১৯৯১ সালের Business International-এর সমীক্ষায় জীবনযাত্রার ব্যয়ভার সবচেয়ে বেশি?
Ans. টোকিওতে
Q. উৎপাদিত পণ্য বিক্রির হিসাব অনুসারে ১৯৯০সালে সর্ববৃহৎ বিক্রেতা?
Ans. আই বি এম
Q. আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা সবচেয়ে বেশি?
Ans. অস্টোলিয়া ও নিউজিল্যান্ডে
Q. ১৯৮৮ সালের সমীক্ষায় জনপ্রতি বিদুৎ খরচ সবচেয়ে বেশি?
Ans. পাকিস্তান
Q. ১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ঠ্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?
Ans. ভারত
Q. ১৯৬৯ সালের সমীক্ষা অনুসারে সবচেয়ে বেশি চাল রপ্তানিকারক কোন দেশ?
Ans. থাইল্যান্ড
Q. ‘এশিয়া ওয়াচ’ কর্তৃক সম্প্রতি উদ্‌ঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ঠ special 301 প্রয়োগ করার বিবেচনা করে?
Ans. জুন ১৯৮৯-তে টিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডী
Q. এশিয়ার অথর্নৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে এস্ক্যাপ (ESCAP) সবচেয়ে বেশি বিবেচনা করে?
Ans. APEC
Q. ‘জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ এ্যান্ড ট্রেড’ (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?
Ans. প্রায় ৮০ শতাংশ


Q. মায়ানমার ১৯৯০সালের মে মাসে অনুষ্ঠিত সাধারন নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েও কোন পার্র্ট সামরিআ জান্তার কাছ থেকে ক্ষমতা লাভ করতে পারেনি?
Ans. এনএলডি
Q. পিএলও-এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮সনে জাতিসংঘ কোথায় রিজলুশন গ্রহন করে?
Ans. নিউইয়র্ক
Q. মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান কোনটি?
Ans. ভাইকিং
Q. UNIDO এর সদর দপ্তর কোথায়?
Ans. ভিয়েনা
Q. ‘International Institute on Aging ‘ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?
Ans. ভ্যালেটা
Q. কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?
Ans. ডিসেম্বর,১৯৬৬
Q. কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
Ans. ভেনিজুয়েলা
Q. জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালনকারী বিভাগের নাম কী?
Ans. UNDP
Q. কোন দেশটি ‘আসিয়ান’ (ASEAN) জোটভুক্ত নয়?
Ans. দক্ষিণ কোরিয়া
Q. জাতীয় স্মৃতি সৌধ এর স্থপতি –
Ans. মাঈনুল হোসেন
Q. বীরশ্রেষ্ঠ হামিদুর রহামানের পদবি কি ছিল?
Ans. সিপাহী
Q. বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
Ans. সাত
Q. Select the meaning of the word ‘stagflagation’ –
Ans. economic slow down
Q. what is the meaning of the word ‘scuttle ‘ –
Ans. abandon
Q. what is the meaning of the word ‘stanch’ –
Ans. put an end to
Q. what is the meaning of the word ‘belated ‘ –
Ans. Tardy
Q. what is the meaning of the word ‘sequence’?
Ans. to follow
Q. what is the meaning of the word ‘euphemism’?
Ans. in offensive expression
Q. I have never seen such a slow coach like you, this small work has taken you three full month. what does the idiom ‘a slow coach’ mean?
Ans. a very lazy person
Q. Anything ‘pernicious’ tends to injure or destroy. something which has no such harmful effect is -.
Ans. innocuous
Q. y =3x+2, y = -3x+2 এবং y = -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কী?
Ans. একটি সমদ্বিবাহু ত্রিভুজ
Q. একটি সমবাহু ষড়ভুজের অভন্ত্যরে অঙ্কিত বৃহতম বৃত্তের আয়তন ১০০n হলে ঐ ষড়ভুজের আয়তন কত?
Ans. ২০০√৩
Q. Do not worry, English grammar is not_ to understand._ which of the following does best fit in the blank space?
Ans. too difficult
Q. We have recently entered —- an agreement with Inland co-operative society? which of the following does best fit in the blank space?
Ans. into
Q. The boy from the village said, “I —- starve then beg”.-which of the following best completed the above sentence?
Ans. would rather
Q. ১৯৯১সনের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা জয় করে?
Ans. মাইকেল স্টিচ
Read More »

Monday, June 5, 2017

12th BCS

Q.প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
Ans. শাহ্ মুহাম্মাদ সগীর
Q. ‘অনল-প্রবাহ’ রচনা করেন-
Ans. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
Q. বটতলার পুঁথি বলতে বোঝায়_
Ans. দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য
Q. রূপসী বাংলার কবি-
Ans. জীবনানন্দ দাশ
Q. কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-
Ans. এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
Q. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
Ans. গীতিকবিতা
Q. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
Ans. ইউসুফ জুলেখা
Q. “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা?
Ans. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Q. “মোদের গরব মোদের আশা/আ মরি বাংলা ভাষা” রচয়িতা-
Ans. অতুল প্রসাদ সেন
Q. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’-
Ans. পত্রকাব্য
Q. ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?
Ans. কৃষ্ণকান্তের উইল
Q. “এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি” – এর রচিয়তা –
Ans. মাহবুব আলম চৌধুরী
Q. বার্ষিক পরীক্ষায় একটি ছাএ মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টির নির্ভুল উত্তর দিল।বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল।সমস্ত প্রশ্নের মান সমান।যদি ছাএ শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল-
Ans. ২০ টি
Q. নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫কিলোমিটার।নদী পথে ৪৫কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে-
Ans. ১২ ঘন্টা
Q. ৮,১১,১৭,২৯,৫৩,-পরবর্তী সংখ্যাটি কত?
Ans. ১০১
Q. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?
Ans. ০.০২০৫৭৩৪
Q. একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮,১০ এবং ১২ সারিতে সাজানো যায়।আবার বর্গাকারেও সাজানো যায়।ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?
Ans. ৩৬০০
Q. ৫:১৮,৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত?
Ans. ৩৫:৭২
Q. নিচের কোন সংখ্যাটি ‌√2 এবং √3 -এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
Ans. 1.5
Q. প্রবল জোয়ারের কারণ ,যখন –
Ans. সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
Q. আকাশে বিদ্যুৎ চমকায় –
Ans. মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
Q. ফিউশন প্রক্রিয়ায়-
Ans. একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে
Q. নিচের কোন উক্তিটি সঠিক ?
Ans. বায়ু একটি মিশ্র পদার্থ
Q. রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারন –
Ans. এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
Q. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন, আলোর –
Ans. প্রতিসরণ
Q. যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে –
Ans. ১০৫ ডি বি
Q. কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন-
Ans. বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
Q. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো –
Ans. সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
Q. রিমট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় –
Ans. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন
Q. গ্রীন হাউজ এফেক্ট বলতে বোঝার –
Ans. তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি
Q. শহরের রাস্তার ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-
Ans. লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
Q. শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে,কারণ-
Ans. তাপ বিকরণ থেকে বাচাঁর জন্য
Q. ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় । কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে ?
Ans. রকেট ইঞ্জিন
Q. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-
Ans. পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে


Q. সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেক্ট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় তা হল –
Ans. সালফিউরিক এসিড
Q. what is the noun of the Word ‘Waste’?
Ans. Wastage
Q. What is the adjective of the word ‘Heart’?
Ans. Heartening
Q. What is the verb of the word ‘Shortly’?
Ans. Shorten
Q. Who, which, what are:
Ans. Relative pronoun
Q. Who is the greatest modern English Dramatist?
Ans. George Bernard Shaw
Q. Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature?
Ans. Bertrand Russell
Q. Who is the author of ‘A Farewell to Arms’?
Ans. Ernest Hemingway
Q. Who is the most famous satirist in English literature?
Ans. Jonathan Swifts
Q. “Caesar and Cleopatra” is-
Ans. A play by G. B. Shaw
Q. ক্রিয়াপদের মূল অংশকে বলে—
Ans. ধাতু
Q. এক কথায় প্রকাশ করচন- ‘যা বলা হয় নি;-
Ans. অনুক্ত
Q. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
Ans. পাঠক
Q. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড় সর্বাধিক সমার্থবাচক?
Ans. বক ধার্মিক; বিড়াল তপস্বী
Q. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-
Ans. চা, চিনি
Q. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ ছিলেন প্রধানত-
Ans. ভাষাতত্ত্ববিদ
Q. শুদ্ধ বাক্যটি চিহ্ণিত করন –
Ans. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন
Q. কোন বানানটি শুদ্ধ?
Ans. পাষাণ
Q. নিন্মরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
Ans. ঘোড়াকে চাবুক মার
Q. গম্ভীরা” বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
Ans. চাঁপাইনবাবগঞ্জ
Q. বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়?
Ans. জামালগঞ্জ
Q. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল হয়ে ওঠে ‘বাঙ্গালা’ নামে ?
Ans. শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌
Q. বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গিয়াছে –
Ans. বিজয়পুরে
Q. মহাস্হানগড় এক সময় বাংলার রাজধানী ছিল , তখন তার নাম ছিল –
Ans. পুন্ড্রনগর
Q. বাংলাদেশের বৃহত্তম হাওড়-
Ans. হাকালুকি
Q. কেওক্রাডং- এর উচ্চতা প্রায় –
Ans. ১২৩০ মিটার
Q. একটি কাঁচা পাটের গাইটের ওজন
Ans. ৪.৫ মণ
Q. ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃ মহানগরীর ট্রেনটির নাম –
Ans. উপকূল এক্সপ্রেস
Q. ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়-
Ans. ১৬০ বর্গমাইল
Q. গঙ্গা নদীর পানি প্রবাহ বৃ্দ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব
Ans. নেপালে জলাধার নির্মাণ
Q. ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য –
Ans. দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি


Q. হাজার হ্রদের দেশ কোনটি ?
Ans. ফিনল্যাণ্ড
Q. বাস্তিল দুর্গের পতন হয় কত সালে?
Ans. 1789
Q. মিসর সুয়েজখাল জাতীয়করণ করেছিল-
Ans. ১৯৫৬ সালে
Q. জাপান পার্ল হারবার অক্রমন করে-
Ans. ৭ ডিসেম্বর,১৯৪১
Q. শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-
Ans. আলজিয়ার্স চুক্তি
Q. কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম-
Ans. জায়ারে
Q. জেমস গ্রান্টের মতে,প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা-
Ans. ৪০,০০০
Q. ‘ট্রাফল্‌গার স্কোয়ার’ কোন শহরে অবস্থিত-
Ans. লন্ডন
Q. সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য-
Ans. উপরের সবকটি
Q. পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম-
Ans. জি.সি.সি
Q. জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যৃ হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে-
Ans. ৩৯
Q. ‘৫০০ দিনের প্লান’ বলতে বুঝায় যে এই সময়ের মধ্যে-
Ans. সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন করা
Q. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের –
Ans. ২ মার্চ
Q. P-এর মান কত হলে 4x^2-px+9 একটি পূর্ণ বর্গ হবে?
Ans. 12
Q. x^2-8x-8y+16+y^2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে ?
Ans. 2xy
Q. 2x^2-x-3 এর উৎপাদক কী কী ?
Ans. (2x-3)(x+1)
Q. a^4+4 এর উৎপাদক কী কী ?
Ans. (a^2+2a+2)(a^2-2a+2)
Q. What is the synonym of ‘Delude’?
Ans. Deceive
Q. What is the antonym of ‘Queer’?
Ans. Orderly
Q. It is too difficult to tolerate bad temper for long. which of the following phrases does best replace ‘tolerate’ in the above sentence?
Ans. put up with
Q. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫‌‌‌’হলে এর বাহুর সংখ্যা কত?
Ans. ৮
Q. ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
Ans. PB=PD
Q. চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধগ একটি ক্ষেত্র যার একটি কোনও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয় –
Ans. রম্বস
Q. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার । ত্রিভুজের ক্ষেত্রফল কত ?
Ans.৬৪√৩ বর্গমিটার
Q. Fill in the blanks :What is the time ———- your watch?
Ans. by
Q. Fill in the blinks: “Give my ___to him”.
Ans. Compliments
Q. Choose the correct sentence:
Ans. Let you and him be witnesses
Q. Choose the correct sentence:
Ans. The police were informed of the matter
Q. Choose the correct one:
Ans. Misspell
Q. ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম-
Ans. ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং

Read More »