English Literature এর উপর আমি খুব বেশি জোর দেয়ার পক্ষপাতী না।কারণ এটা লিখিত বা অন্য কোথাও কাজে দিবে না।এছাড়া পিএসসিও চাবে না কেউ Literature অনেক অনেক মুখস্ত করে ইংলিশ এ পার পেয়ে যাক।আমার মনে হয়, সর্বোচ্চ ৭০% কমন থাকতে পারে। PSC এখন vocabulary, বিশেষত communicative English এর উপর বেশি জোর দিচ্ছে। ৩৫, ৩৬ তম বিসিএস এর প্রিলি ও লিখিত সেটার ইঙ্গিত দেয়।
=======================
★ Age/Years :
=======================
Victorian : 1832-1901
Anglo Saxon : 450-1066
Elizabethan : 1558-1603
Renaissance...
Tuesday, September 26, 2017
Wednesday, September 13, 2017
সংবিধান মনে রাখার শর্টকাট টেকনিক
☼ অগ্রাধিকার ভিত্তিতে আপনার করনীয়ঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
১। প্রথমেই সংবিধান প্রনয়ন সংক্রান্ত বেশ কিছু তথ্য মনে রাখুন যেমন-কবে সংবিধান প্রনয়ন কমিটি গঠন করা হয়, কতজন সদস্য ছিলেন, একমাত্র মহিলা সদস্যের নাম, তখনকার আইনমন্ত্রী এবং সংবিধান প্রনয়ন কমিটির সভাপতি, কতটি মীটিং করেছিলেন তারা, কতদিন লেগেছিল সংবিধান প্রনয়ন করতে, কবে এটি কার্যকর হয়, কে এতে সাক্ষর করেন নি ইত্যাদি। এই তথ্য গুলো আপনি রচনামূলক বিভিন্ন প্রশ্নের উত্তরে ব্যবহার করতে পারবেন।
২। এরপর জেনে নিন সংবিধানের ভাগ গুলো এবং এই ভাগের...
Wednesday, July 5, 2017
15th BCS
Q. কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
Ans. হাজী শরিয়তউল্লাহ
Q. ‘সোনালী কাবিন’-এর রচয়িতা কে?
Ans. আল মাহমুদ
Q. ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
Ans. আলালের ঘরের দুলাল
Q. ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
Ans. ১৮৭২
Q. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।হউক দূর অকল্যাণ সকল অশোভন।’-চরণ দুটি কার লেখা?
Ans. শেখ ফজলল করিম
Q. “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”-এই উক্তিটি কার?
Ans. প্রমথ চেীধুরী
Q. ‘প্রভাত চিন্তা’,‘নিভৃত চিন্তা’,‘নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা-
Ans....
Friday, June 30, 2017
14th BCS
Q. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী- এটি কার ঘোষণা?
Ans. দুদু মিয়া
Q. ১৯৫২ সালের তত্কালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?
Ans. এক নতুন জাতীয় চেতনার
Q. বাংলাসাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্হ কোনটি?
Ans. বসন্ত কুমারি
Q. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
Ans. প্রমথ চৌধুরী
Q. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
Ans. ফকির গরীবুল্লাহ
Q. কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?
Ans. কুচবরণ কণ্যা
Q. ‘বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে, যাবে...
Sunday, June 25, 2017
13th BCS
Q. পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
Ans. ১৯৫০
Q. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Ans. খাজা নাজিমুদ্দীন
Q. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সুরকার কে?
Ans. আলতাফ মাহামুদ
Q. আওয়ামী লীগের ছয়দফা কোন সালে পেশা করা হয়েছিল?
Ans. ১৯৬৬
Q. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রে নাম-
Ans. গোবিন্দলাল ও রোহিনী
Q. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-শতবার্ষিকী পালিত হয়?
Ans....
Monday, June 5, 2017
12th BCS
Q.প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
Ans. শাহ্ মুহাম্মাদ সগীর
Q. ‘অনল-প্রবাহ’ রচনা করেন-
Ans. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
Q. বটতলার পুঁথি বলতে বোঝায়_
Ans. দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য
Q. রূপসী বাংলার কবি-
Ans. জীবনানন্দ দাশ
Q. কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-
Ans. এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
Q. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা-
Ans. গীতিকবিতা
Q. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
Ans. ইউসুফ...